Ravi Shastri : ‘আইপিএল নাকি…’ প্লেয়ারদের ওপরই সিদ্ধান্ত ছাড়ছেন শাস্ত্রী

Ravi Shastri about IPL : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি অনেক আগেই প্রকাশিত হয়েছিল। প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলেছিল। বোর্ড কতটা জোর দিয়েছিল তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

Ravi Shastri : ‘আইপিএল নাকি…’ প্লেয়ারদের ওপরই সিদ্ধান্ত ছাড়ছেন শাস্ত্রী
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 5:40 PM

মুম্বই : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও অবধি দুটি সংস্করণ হয়েছে। দু-বারই ফাইনালে উঠেছিল ভারত। উদ্বোধনী সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার। দ্বিতীয় ফাইনালে সদ্য অস্ট্রেলিয়ার কাছে হার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মাও। টানা দু-মাস হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এরপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আইপিএল শেষ হওয়ার পর এক সপ্তাহের ব্যবধানে আইসিসি টুর্নামেন্টের ফাইনাল, তাও আবার ভিন্ন ফরম্যাট। প্রস্ততি যে ঠিক হয়নি, পারফরম্যান্সেই পরিষ্কার। এর জন্য আইপিএলকেই দায়ী করা হচ্ছে। অস্ট্রেলিয়ার টেস্ট ফাইনালে খেলা প্লেয়ারদের মধ্যে ক্যামেরন গ্রিন, ডেভিড ওয়ার্নার ছাড়া কেউই আইপিএলে খেলেননি। তাহলে ভারতীয় প্লেয়াররা কেন এমন সিদ্ধান্ত নিতে পারেন না! প্রশ্ন তুললেন, ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএল নাকি জাতীয় দল! সিদ্ধান্ত প্লেয়ারদের হাতেই ছাড়ছেন রবি শাস্ত্রী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বড় ব্যবধানে হার। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্লেয়ারদের উদ্দেশে বলছেন, ‘ফাইনালের আগে এমন পরিস্থিতি হয়তো আসবে না। তার জন্য বাস্তবটাও ভাবতে হবে। তোমরা হয়তো প্রস্তুতির জন্য ২০ দিন পাবে। তবে তার জন্য আইপিএল মিস করতে হবে। সিদ্ধান্তটা তোমাদেরই নিতে হবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি অনেক আগেই প্রকাশিত হয়েছিল। প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলেছিল। বোর্ড কতটা জোর দিয়েছিল তা নিয়ে সন্দেহ থেকেই যায়। যে দলগুলি প্লে-অফে ওঠেনি, টেস্ট স্কোয়াডে থাকা সেই প্লেয়াররা কিছুটা আগেই ইংল্যান্ড পৌঁছান। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজা, অজিঙ্ক রাহানের মতো এক ঝাঁক প্লেয়ার অনেক দেরিতে পৌঁছন। বোর্ড কতটা জোর দিয়েছিল!

রবি শাস্ত্রী আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত, ভবিষ্যতে এটা নিয়ে ভাববে। আইপিএলের শেষে যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়, আর ভারত যদি ফাইনালে ওঠে, সেই মরসুমে ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর কিছু নির্দেশিকা দিতেই হবে। আমাকে আরও যেটা অবাক করছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পিচ। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার মতো প্লেয়াররা হয়তো নিজেদেরই এমন শট খেলার জন্য দোষারোপ করবে। এত সুন্দর ব্যাট করছিল। সে সময় এমন শট হতাশাজনক।’