IPL 2021: বোর্ডের কাছে চার্টার্ড ফ্লাইটের আবেদন লিনের

গতকালই ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে তাদের শারীরিক অবস্থা এবং ট্যুর প্ল্যান নিয়ে জানতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তখনই আইপিএল থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা বলেন জাম্পা, রিচার্ডসন ও টাই

IPL 2021: বোর্ডের কাছে চার্টার্ড ফ্লাইটের আবেদন লিনের
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: Apr 27, 2021 | 1:30 PM

মেলবোর্ন: ক্রিকেট অস্ট্রেলিয়াকে চার্টার্ড ফ্লাইটের বন্দোবস্ত করতে বললেন ক্রিস লিন। কোভিড পরিস্থিতির জন্য ইতিমধ্যেই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ার ৩ ক্রিকেটার। অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন এবং অ্যান্ড্রু টাইরা বাকি আইপিএলে নেই। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেও আইপিএল চালিয়ে যেতে চায় সৌরভের বোর্ড। দেশজুড়ে করোনার আতঙ্ক ক্রমশই বাড়ছে। বিদেশি ক্রিকেটাররাও ভয় পাচ্ছেন। জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের রেখে ম্যাচ চললেও বোর্ডের বেশ কিছু ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এসবের মধ্যেই আইপিএল শেষে ক্রিকেটারদের দেশে ফেরানোর জন্য প্রাইভেট চার্টার্ড বিমানের বন্দোবস্ত করতে বললেন মুম্বই ইন্ডিয়ান্সের অজি ক্রিকেটার।

গতকালই ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করে তাদের শারীরিক অবস্থা এবং ট্যুর প্ল্যান নিয়ে জানতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। তখনই আইপিএল থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা বলেন জাম্পা, রিচার্ডসন ও টাই। এ প্রসঙ্গে ক্রিস লিন বলেন, ‘আইপিএলের চুক্তি অনুযায়ী এখান থেকে ১০ শতাংশ অর্থ পায় ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে সেই অর্থকেই কাজে লাগাক ক্রিকেট অস্ট্রেলিয়া। আইপিএল শেষ হওয়র পর প্রাইভেট চার্টার্ড বিমানে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনুক।’

আরও পড়ুন:IPL 2021 DC vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ

লিন আরও বলেন, ‘আমি জানি আমাদের থেকেও খারাপ অবস্থায় অনেকে আছেন। তবে জৈব সুরক্ষা বলয়ে থেকে টানা ম্যাচ খেলতে হচ্ছে আমাদের। পরের সপ্তাহে আমাদের টিকাকরণ হবে। তাই আশা করি, সরকার আমাদের জন্য প্রাইভেট চার্টার্ড বিমানের ব্যবস্থা করবে।’ অস্ট্রেলিয়ার অনেক ক্রিকোরই আইপিএল খেলেন। লিন ছাড়াও স্মিথ, ওয়ার্নার, কামিন্স, ম্যাক্সওয়েলদের মতো ক্রিকেটাররা আছেন। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংও অস্ট্রেলিয়ান। লিনের আবেদনে সাড়া দিয়ে সবার জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করে কিনা ক্রিকেট অস্ট্রেলিয়া সেটাই এখন দেখার।