Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহালের ফের কামাল, কাউন্টিতে চমকে দেওয়া পারফরম্যান্স

Sep 19, 2024 | 11:41 PM

County Championship: গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন। এক ম্যাচেও খেলানো হয়নি। বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কা সফরের স্কোয়াড থেকেও বাদ পড়েন। জাতীয় দলে তাঁর জায়গা যে সঙ্কটে, বলাই যায়। এর মধ্যেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে লাল-বলে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স।

Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহালের ফের কামাল, কাউন্টিতে চমকে দেওয়া পারফরম্যান্স
Image Credit source: @NorthantsCCC X

Follow Us

লাল বলের ক্রিকেটে একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স। ভারতীয় দলে ফেরার লড়াইয়ে হাল ছাড়েননি লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। সাদা-বলে দুই ফরম্যাট মিলিয়ে দেশের জার্সিতে ১৫০-র বেশি ম্যাচ খেলেছেন যুজবেন্দ্র চাহাল। যদিও টেস্ট ক্রিকেটে কোনওদিন সুযোগ পাননি। গত কয়েক বছর সাদা বলের ক্রিকেটেও আর অটোমেটিক চয়েস নন। ২০১৬ সালে শেষ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। গত দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে ছিলেন। এক ম্যাচেও খেলানো হয়নি। বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কা সফরের স্কোয়াড থেকেও বাদ পড়েন। জাতীয় দলে তাঁর জায়গা যে সঙ্কটে, বলাই যায়। এর মধ্যেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে লাল-বলে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স।

যুজবেন্দ্র চাহালের অনবদ্য পারফরম্যান্সের জেরে তিনদিনেই লেস্টারশায়ারকে হারাল নর্দ্যাম্পটনশায়ার। প্রথম ইনিংসে লেস্টার অলআউট মাত্র ২০৩ রানেই। ৪ উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। জবাবে নর্দ্যাম্পটনশায়ার ৩৮৩-র বিশাল স্কোর গড়ে। দ্বিতীয় ইনিংসে স্কট কারি সেঞ্চুরির সৌজন্যে লেস্টার করে ৩১৬ রান। দ্বিতীয় ইনিংসেও বল হাতে নজর কাড়েন যুজবেন্দ্র চাহাল। নেন পাঁচ উইকেট।

এই খবরটিও পড়ুন

ম্যাচে সব মিলিয়ে যুজবেন্দ্র চাহালের ঝুলিতে ৯ উইকেট। গত ম্যাচে ডার্বিশায়ারের বিরুদ্ধেও ৯ উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছেন ভারতের এই লেগ স্পিনার।

Next Article