Mohammed Siraj: মেহফিলে মহম্মদ সিরাজ, দেখেই টাকার বৃষ্টি ভক্তদের!

Mohammed Siraj Qawwali program: মহম্মদ সিরাজের বাড়ি হায়দরাবাদে। সেখানেই একটি কাওয়ালির অনুষ্ঠানে দেখা যায় মহম্মদ সিরাজকে। তাঁকে দেখে উন্মাদনায় ফেটে পড়েন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। টাকার বৃষ্টিও শুরু হয়। এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছিলেন সিরাজ। এশিয়া কাপ ফাইনালে সিরাজের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫০ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। ফাইনাল হারলেও ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স মহম্মদ সিরাজের।

Mohammed Siraj: মেহফিলে মহম্মদ সিরাজ, দেখেই টাকার বৃষ্টি ভক্তদের!
Image Credit source: X

Jan 11, 2024 | 6:05 PM

কলকাতা: দক্ষিণ আফ্রিকা সফর থেকে গর্ব নিয়েই ফিরেছেন। বছর শেষ হয়েছিল সেঞ্চুরিয়ন টেস্টে হার দিয়ে। ইনিংস ও ৩২ রানে হেরেছে ভারত। কেপটাউনে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। নিউ ইয়ারে নিউল্যান্ডস টেস্ট শেষ হয়েছে মাত্র দেড় দিনেই। ক্রিকেট ইতিহাসের ক্ষুদ্রতম টেস্টে অনবদ্য পারফর্ম করেছেন মহম্মদ সিরাজ। ম্যাচের সেরার পুরস্কারও জিতে নিয়েছেন। ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। তার আগে ছুটির মেজাজে ভারতীয় দলের বেশ কয়েকজন তারকা। এর মধ্যে রয়েছেন পেসার মহম্মদ সিরাজও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

এশিয়া কাপ, ঘরের মাঠে বিশ্বকাপ, এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজ। টানা ক্রিকেট চলছে। ভারতীয় দলে তাই বেশ কিছু নতুন মুখ। ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে প্লেয়ারদের। যেমন আফগানিস্তানের বিরুদ্ধে মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের বিশ্রাম দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরবেন সিরাজ। পরিবারের সঙ্গেই সময় কাটছে মহম্মদ সিরাজের। হায়দরাবাদের এই তারকা পেসারকে দেখা গিয়েছে মেহফিলে। আর তাঁকে নিয়ে উন্মাদনাও কম ছিল না।

মহম্মদ সিরাজের বাড়ি হায়দরাবাদে। সেখানেই একটি কাওয়ালির অনুষ্ঠানে দেখা যায় মহম্মদ সিরাজকে। তাঁকে দেখে উন্মাদনায় ফেটে পড়েন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। টাকার বৃষ্টিও শুরু হয়। এশিয়া কাপে দুর্দান্ত বোলিং করেছিলেন সিরাজ। এশিয়া কাপ ফাইনালে সিরাজের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫০ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স তাঁর।

ভারতীয় দলে এখন তিন ফর্ম্যাটেই গুরুত্বপূর্ণ সদস্য মহম্মদ সিরাজ। জসপ্রীত বুমরার বোলিং সঙ্গী হিসেবে নিজের জায়গা পাকা করেছেন। ধারাবাহিকতা দেখাচ্ছেন। তাঁকে নিয়ে যে বাড়তি উন্মাদনা দেখা যাবে, এমনটাই স্বাভাবিক। তবে চমকে দিয়েছে টাকার বৃষ্টি।