CSK : X- এও দাপট সিএসকের, ফলোয়ার্স সংখ্যা পৌঁছল কোটিতে!

Aug 18, 2023 | 7:30 AM

ট্রফিতে তো বটেই, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে বাকি আইপিএল দলগুলিকে দশ গোল দিচ্ছে এক্স (টুইটার)।

CSK : X- এও দাপট সিএসকের, ফলোয়ার্স সংখ্যা পৌঁছল কোটিতে!

Follow Us

কলকাতা : ২০২৩ সালের আইপিএল জিতে চেন্নাই সুপার কিংসের (CSK) ট্রফি সংখ্যা এখন ৫। ট্রফি জয়ের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁয়ে ফেলেছে। আইপিএলের ইতিহাসে মহেন্দ্র সিং নেতৃত্বাধীন সিএসকের মতো সফল টিম খুব কমই রয়েছে। শুধু ট্রফির সংখ্যা বা মাঠের পারফরম্যান্সেই নয়, সোশ্যাল মিডিয়াতেও ধোনির সিএসকে টেক্কা দিচ্ছে বাকিদের। ২০২৩ আইপিএলের পর মাইক্রো ব্লগিং সাইটে চেন্নাইয়ের ফলোয়ার সংখ্যা কত জানেন? সংখ্যাটা পৌঁছে গিয়েছে কোটিতে। প্রথম আইপিএল টিম (IPL 2023) হিসেবে এক্স বা টুইটারে কোনও ফ্র্যাঞ্চাইজির ফলোয়ার্স সংখ্যা পৌঁছল ১০ মিলিয়নে। এর নেপথ্যে চেন্নাইয়ের দলটির ধারাবাহিকতা যেমন রয়েছে তেমনই রয়েছেন দলটির লাকি চার্ম মহেন্দ্র সিং ধোনি। থালা’র উপস্থিতিই জনপ্রিয়তায় বাকি দলগুলির সঙ্গে সিএসকে পার্থক্য গড়ে দেয়। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট কোহলি, রোহিত শর্মা বা হার্দিক পান্ডিয়াদের মতো জনপ্রিয় ক্রিকেটাররাও সেখানে তুচ্ছ। ধোনি নিজের সোশ্যাল মিডিয়া খুব কম ব্যবহার করেন। এক্স পেজে আপডেট দেন না বহুদিন হল। ইনস্টাগ্রামে কালেভদ্রে একটা আধটা ছবি অথবা ভিডিয়ো পোস্ট করেন। তাতেই সোশ্য়াল মিডিয়ায় ঝড় ওঠে। তাই মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে আপডেট পেতে মাহি অনুরাগীদের ভরসা চেন্নাই সুপার কিংসের টুইটার পেজ। এক্সে বর্তমানে চেন্নাই সুপার কিংসের ফলোয়ার পৌঁছছে ১০ মিলিয়নে। এর আগে কোনও আইপিএল টিম ১০ মিলিয়নের গণ্ডি ছোঁয়নি। বিশ্ব বিখ্যাত ইউরোপিয়ান ফুটবল টিমের পেজগুলির মতোই হু হু করে বাড়ছে চেন্নাইয়ের আইপিএল ফ্র্যাঞ্চাইজিটির অনুরাগীর সংখ্যা।

Next Article