IPL 2025: চেন্নাই সুপার কিংসে ক্যাপ্টেনের বদলি অনূর্ধ্ব ১৯ তারকা!
Chennai Super Kings, Ayush Mhatre: ঋতুরাজের পরিবর্ত হিসেবে কাকে নেওয়া হবে, তা তখনও নিশ্চিত করা হয়নি। খোঁজ অবশ্য চালিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই খোঁজ পূরণ হল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা মুম্বই ওপেনারকে নিতে চলেছে চেন্নাই সুপার কিংস।

কনুইয়ের চোট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মরসুমের বাকি ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংসের তরফে কোচ স্টিফেন ফ্লেমিং নিশ্চিত করেছিলেন সে কথা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠে গত ম্যাচ থেকেই নেতৃত্বের ব্যাটন তুলে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ঋতুরাজের পরিবর্ত হিসেবে কাকে নেওয়া হবে, তা তখনও নিশ্চিত করা হয়নি। খোঁজ অবশ্য চালিয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই খোঁজ পূরণ হল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা মুম্বই ওপেনারকে নিতে চলেছে চেন্নাই সুপার কিংস।
সরকারি ভাবে এই পরির্তনের কথা এখনও জানানো হয়নি। তবে চেন্নাই সুপার কিংস আয়ুষ মাহত্রেকে নিতে চলেছে, ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন কর্তারা। বেশ কয়েকদিন ধরেই চেন্নাই সুপার কিংসে ট্রায়াল দিচ্ছিলেন আয়ুষ মাহত্রে। ট্রায়ালে পছন্দ হয়েছে তরুণ ওপেনারকে। এ ছাড়া তাঁর পরিসংখ্যানও আশা জাগানোর মতোই। চেন্নাই সুপার কিংসের তরফে সরকারি ভাবে ঘোষণা সময়ের অপেক্ষা।
ভারতীয় ক্রিকেটে আয়ুষ মাহত্রের নামটা কয়েক মাস থেকেই আলোচনায়। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ খেলেছেন। মুম্বই রঞ্জি টিমে সুযোগ পেয়েছিলেন। প্রথম শ্রেনির ক্রিকেটে ভালো খেলেছেন। রঞ্জিতে দুটো সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরিও করেন। শুধু তাই নয়, বিজয় হাজারে ট্রফিতেও নজর কেড়েছিলেন। আইপিএলের মেগা অকশনে অবশ্য দল পাননি। সেই আয়ুষই সুপার কিংসের নতুন সদস্য!





