CWC 2023: তেইশের বিশ্বকাপে সেরা ম্যাচ কি এগুলি হতে পারে?
Cricket World Cup 2023: ম্যাচ টাই, সুপার ওভারেও ফয়সালা হয়নি। বাউন্ডারি নিয়মে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এ বার বদলার ম্যাচ নিউজিল্যান্ডের কাছে।

উত্তেজনায় ফুটছেন ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপের অপেক্ষা ছিল, কিন্তু দিনক্ষণ না জানা অবধি যেন স্বস্তি হচ্ছিল না। অবশেষে সূচি ঘোষণা করেছে আইসিসি। ৫ অক্টোবর শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। আর সূচি প্রকাশের পরই বেশ কয়েকটি বিশেষ ম্যাচের অপেক্ষা শুরু হয়েছে। এ বারের বিশ্বকাপে এই পাঁচটি ম্যাচ হয়তো সবচেয়ে আকর্ষণীয় হতে পারে। আপনিও পড়ে দেখুন, ভাবনায় মেলে কীনা! বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দ্বিপাক্ষিক সিরিজে ফের কবে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা যাবে, এর কোনও উত্তর নেই। আদৌ দেখা যাবে কীনা, সেটাও প্রশ্ন। ভরসা এশিয়া কাপ কিংবা আইসিসির টুর্নামেন্ট। ১৫ অক্টোবর এশিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর অপেক্ষা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেদিন ভারত-পাকিস্তান ম্যাচ। সূচি নিয়ে আইসিসি এবং বিসিসিআইয়ের সঙ্গে নানা বিতর্কে জড়িয়েছে পাকিস্তান। শেষ মুহূর্ত অবধি বিভিন্ন বিষয়ে আব্দার করে গিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ বার মাঠের লড়াইয়ের অপেক্ষা।
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি। এমনকি বিশ্বকাপের মঞ্চে মাত্র একবারই পাকিস্তানের (টি-টোয়েন্টি বিশ্বকাপ) কাছে হেরেছে ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই অবশ্যই সেই বদলা পূরণ হয়েছে। অস্ট্রেলিয়ার বিরাট ঝড় দেখেছিলেন ক্রিকেটপ্রেমীরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। খাদের কিনারা থেকে ভারতকে জিতিয়েছিলেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। গত ওডিআই বিশ্বকাপে বৃষ্টি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। ডাকওয়ার্থ লুইসে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়েছিল ভারত। এ বার পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দারুণ ছন্দে রয়েছেন।
৫ অক্টোবর। বিশ্বকাপের বোধন। সেদিনই হাইভোল্টেজ ম্যাচ দেখা যেতে পারে। মুখোমুখি গত সংস্করণের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ম্যাচ টাই, সুপার ওভারেও ফয়সালা হয়নি। বাউন্ডারি নিয়মে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। এ বার বদলার ম্যাচ নিউজিল্যান্ডের কাছে।
৮ অক্টোবর। চেন্নাইতে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। বিশ্ব টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর ফের মুখোমুখি হতে চলেছে দু-দল। ঘরের মাঠে বিশ্বকাপ। ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ভালো শুরুতেই নজর থাকবে রোহিতদের। তেমনই ভারতীয় ক্রিকেট প্রেমীরাও মুখিয়ে এই ম্যাচের জন্য।
১৩ অক্টোবর লখনউতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ২০১৯ বিশ্বকাপে লিগ পর্বে ৯টির মধ্যে মাত্র তিনটি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেগুলি এসেছিল পরের দিকে। ফাফ ডুপ্লেসির অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে গত বিশ্বকাপে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে তাই বাড়তি নজর থাকবে।
৭ অক্টোবর ধরমশালায় মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও আফগানিস্তান। দু-দলই সরাসরি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। যেটা শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মতো কাগজে কলমে শক্তিশালী দলও পারেনি। দু-দলই দারুণ উন্নতি করেছে। এ বারের বিশ্বকাপে অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে পারে বাংলাদেশ বনাম আফগানিস্তান।
