নয়াদিল্লি: এ বারের বিশ্বকাপে (ICC World Cup) বিরাট কোহলির (Virat Kohli) চোখ থাকবে সবার। প্রত্যাশার পারদ ছোঁবে রোহিত শর্মার জন্য। বিরাট, রোহিত, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জো রুটের মতো তারকা, মহাতারকাদের এই ভিড়ে কাকে সবচেয়ে এগিয়ে রাখা যায়? কেউ কেউ কিন্তু মনে করছেন, বাবর আজম বিশ্বকাপ মাতিয়ে দিতে পারেন। পাকিস্তানের ক্যাপ্টেন এমনিতে দুরন্ত ছন্দে আছেন। বিশেষ করে ওয়ান ডে ফর্ম্যাটে তিনিই সেরা। এশিয়া কাপে পাকিস্তানের ভরাডুবি হলেও ভারতের মাটিতে বিশ্বকাপে অন্য রকম দল হয়ে উঠবে গ্রিন আর্মি। আর তার অনেকটাই নির্ভর করবে বাবরের ফর্মের উপর। ভারতের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা এক ক্রিকেটার কিন্তু বাবরেই রাখতে চাইছেন চোখ। কে বলছেন এমন কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাবরকে নিয়ে যিনি উচ্ছ্বসিত, তিনি গৌতম গম্ভীর। বিরাট-রোহিত-ওয়ার্নারের বন্ধনীতেই বাবরকে রাখছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। কিন্তু পাক অধিনায়কের রানের খিদে তাঁকে আলাদা করে দিচ্ছে। গম্ভীরের কথায়, ‘বিশ্বকাপে বিস্ফোরক ফর্ম তুলে ধরার মতো সমস্ত গুন আছে বাবরের। ওর মতো প্লেয়ার অনেক দিন দেখিনি। মানছি, রোহিত শর্মা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, জো রুটরা আছে। কিন্তু ভিন্ন একটা ধারা তৈরি করার ক্ষমতা আছে বাবরের।’
বিশ্বকাপের ইতিহাসে তো বটেই, আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া বরাবরের অন্যতম সেরা টিম। ভারতের মাটিতে বিশ্বকাপে অজিরা যে ধারালো পারফর্ম করবেন, তা নিয়ে এক প্রকার নিশ্চিত গম্ভীর। ভারতকে যদি বিশ্বকাপ জিততে হয়, তা হলে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। গম্ভীরের যুক্তি, ‘এর আগেও আমি এ কথা বলেছি। ভারতকে যদি বিশ্বকাপ জিততে হয়, তা হলে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম আমরা। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েই ফাইনালে উঠেছিলাম। ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম। যে কোনও আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া সবচেয়ে শক্তিশালী টিম। ব়্যাঙ্কিং মাথায় রাখলে চলবে না। কারণ, ব়্যাঙ্কিং দিয়ে সব সময় সব কিছু বিচার করা যায় না।’