
বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। তবে দুটি দল এখনও নিশ্চিত নয়। জিম্বাবোয়েতে চলছে যোগ্যতা অর্জন পর্ব। ১০ দলের সেই টুর্নামেন্ট থেকে চারটি দল লড়াইয়ের বাইরে। সুপার সিক্স থেকে দুটি দল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে। ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ খেলার সেই দৌড়ে অ্যাডভান্টেজ শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে। চূড়ান্ত আতঙ্কে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ খেলতে হলে সুপার সিক্সে অভাবনীয় পারফরম্যান্স চাই নিকোলাস পুরানদের। তার কারণ, সুপার সিক্স পর্বের নিয়ম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
যোগ্যতা অর্জন পর্বে ১০টি দলকে দুটি ভাগ করা হয়েছিল। গ্রুপ এ থেকে সুপার সিক্সে উঠেছে জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজ। মজার বিষয় হল গ্রুপ পর্বের কিছু পয়েন্ট সুপার সিক্সেও পকেটে থাকবে। আরও সহজ করে বলা যাক। এই গ্রুপ থেকে জিম্বাবোয়ে ৪টি ম্যাচেই জিতেছে। তাদের মোট পয়েন্ট ছিল ৮। এই গ্রুপ থেকে ওঠা বাকি দুটি দলের বিরুদ্ধে জিম্বাবোয়ে যে পয়েন্ট তুলেছে, তা সুপার সিক্সে যোগ হবে। জিম্বাবোয়ে যেহেতু গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ফলে সুপার সিক্সে ৪ পয়েন্ট পকেটে নিয়ে শুরু করবে জিম্বাবোয়ে। তেমনই নেদারল্যান্ডস যেহেতু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে, তাদের ঝুলিতে ২ পয়েন্ট। ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে এই দুটি দলের কাছে হারায় সুপার সিক্সে তারা শূন্য থেকে শুরু করবে।
এ বার আসা যাক গ্রুপ বি-তে। শ্রীলঙ্কা চার ম্যাচেই জিতেছে। ৮ পয়েন্টের পাশাপাশি নেট রানরেটও দারুণ। জিম্বাবোয়ের মতো শ্রীলঙ্কার ঝুলিতেও ৪ পয়েন্ট। এই গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা বাকি দুটি দল স্কটল্যান্ড এবং ওমান। স্কটল্যান্ড যেহেতু ওমানকে হারিয়েছিল তাই ২ পয়েন্ট ঝুলিতে নিয়ে সুপার সিক্সে নামবে। ওয়েস্ট ইন্ডিজের মতো ওমানও শূন্য থেকে শুরু করবে।
আগামী কাল থেকে শুরু হচ্ছে সুপার সিক্স পর্বের খেলা। ৬টি দলের মধ্যে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ প্রত্যেকের পাঁচটি করে ম্যাচ। জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা তিনটি করে ম্যাচ জিতলেই হয়তো যথেষ্ঠ। কেন না, তাদের ঝুলিতে ইতিমধ্যেই ৪ পয়েন্ট করে রয়েছে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ শূন্য থেকে শুরু করে প্রথম দুইয়ে থাকতে হবে। কটা ম্যাচ জিতলে সুরক্ষিত, আপাতত বলা কঠিন। তবে সব ম্যাচ জিততে হবে ধরেই নামতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসের কাছে না হারলে ওয়েস্ট ইন্ডিজের এমন পরিস্থিতি হত না।