CWCQ 2023: সুপার সিক্সের আগে বড় জয় শ্রীলঙ্কার, নিয়মরক্ষার ম্যাচ জিতল আয়ার্ল্যান্ড

Jun 27, 2023 | 7:56 PM

World Cup 2023 Qualifier: সুপার সিক্সের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল আয়ার্ল্যান্ড। আরব আমির শাহির বিরুদ্ধে ১৩৮ রানের বড় জয় তুলে নিল তারা।

CWCQ 2023: সুপার সিক্সের আগে বড় জয় শ্রীলঙ্কার, নিয়মরক্ষার ম্যাচ জিতল আয়ার্ল্যান্ড
Image Credit source: ICC

Follow Us

অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হল এ বারের বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। আইসিসি ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৮টি দল আগেই নিশ্চিত হয়েছিল। দুটি জায়গার জন্য যোগ্যতা অর্জন পর্বে নেমেছিল ১০টি দল। চারটি দল ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এ বার বিশ্বকাপের দুটি স্পটের দৌড়ে আধডজন দল। তবে কোন দুটি দল ভারতে বিশ্বকাপ খেলার টিকিট পাবে তার জন্য অপেক্ষা। যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। তার আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল তারা। অন্যদিকে, নিয়মরক্ষার ম্যাচে জিতল আয়ার্ল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১০টি দলকে দুটি গ্রুপে রাখা হয়েছিল। গ্রুপ বি-তে চার ম্যাচ জিতে শীর্ষে শ্রীলঙ্কা। একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রাখল। স্কটল্যান্ডকে ৮২ রানের বড় ব্যবধানে হারালেন দাসুন শানাকারা। টস হেরে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। তরুণ ওপেনার পাথুম নিশাঙ্ক, মিডল অর্ডারে চরিত আসালঙ্কার অর্ধশতরান। যদিও নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ শ্রীলঙ্কা। তিন বল বাকি থাকতেই ২৪৫ রানে অলআউট। স্কটল্যান্ডের হয়ে ক্রিস গ্রিভস ৪ উইকেট নেন।

স্কটল্যান্ডও সুপার সিক্স নিশ্চিত করেছে। তাদের কাছে সুযোগ ছিল, আত্মবিশ্বাস বাড়িয়ে রাখার। যদিও ২৪৬ রান তাড়া করতে নেমে ১৬৩ রানেই অলআউট স্কটল্যান্ড। বোলিংয়ে ৪ উইকেটের পর ব্যাটিংয়েও ভরসা দেন ক্রিস গ্রিভস। ৪১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কা বোলারদের মধ্যে স্পিনার মহেশ থিকসানা ৩ উইকেট নেন। টানা তিন ম্যাচে পাঁচ উইকেট নেওয়া ওয়ানিন্দু হাসারঙ্গা স্কটল্যান্ডের বিরুদ্ধে নিলেন ২ উইকেট।

অন্য ম্যাচে, আরব আমির শাহিকে হারাল আয়ার্ল্যান্ড। সুপার সিক্সের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল আয়ার্ল্যান্ড। আরব আমির শাহির বিরুদ্ধে ১৩৮ রানের বড় জয় তুলে নিল তারা। টস জিতে আয়ার্ল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আরব আমির শাহি। ওপেনার পল স্টার্লিংয়ের ১৩৪ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস, অ্যান্ডি বলবির্নি ৬৬ এবং হ্যারি টেক্টরের অর্ধশতরানে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩৪৯-এর বিশালে স্কোর গড়ে আয়ার্ল্যান্ড। জবাবে ৩৯ ওভারে ২১১ রানেই অলআউট আরব আমির শাহি। অধিনায়ক মহম্মদ ওয়াসিম (৪৫) এবং সঞ্চিত শর্মা (৪৪) ভালো খেলেন।

Next Article