বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এক দিকে রেকর্ড, অন্য দিকে চূড়ান্ত নাটকীয় ম্যাচ। সুপার ওভারে সুপার্ব জয় নেদারল্যান্ডসের। সুপার সিক্সের লাইন আপ আগেই ঠিক হয়েছিল। এ দিন রুদ্ধশ্বাস দুটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে ফের হতাশা। বোর্ডে ৩৭৪ রান তুলেও নেদারল্যান্ডসের কাছে হার। নিকোলাস পুরানের শতরানও কাজে এল না। অন্যদিকে, জিম্বাবোয়ের জয়ে বড় ভূমিকা নিলেন অধিনায়ক শন উইলিয়াম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
হারারেতে মুখোমুখি হয়েছে জিম্বাবোয়ে ও মার্কিন যুক্তরাষ্ট্র। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এটা যে কত বড় ভুল, টের পেল আমেরিকা। ওপেনিং জুটিতে ৫৬ রান যোগ করেন জয়লর্ড গাম্বিয়ে ও ইনোসেন্ট কাইয়া। দুই ওপেনারই অনশ্য মন্থর ইনিংস খেলেন। আসল ব্যাটিং শুরু হয় এর পর। অধিনায়ক শন উইলিয়াম ১০১ বলে ১৭৪ রানের বিশাল ইনিংস খেলেন। মিডল অর্ডারে ২৭ বলে ৪৮ রান সিকান্দার রাজার। রায়ান বার্ল মাত্র ১৬ বলে করেন ৪৭ রান। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান করে জিম্বাবোয়ে।
বিশাল রান তাড়া করতে নেমে ২৫.১ ওভারেই অলআউট আমেরিকা। তাদের ইনিংসে তিনটি রানআউট। এ ছাড়া দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা। মাত্র ১০৪ রান করে মার্কিন যুক্তরাষ্ট্র। ৩০৪ রানের বিশাল ব্যবধানে জয় জিম্বাবোয়ের। ওডিআই ক্রিকেটে রানের নিরিখে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ভারতের দখলে। এ বছরই শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত। জিম্বাবোয়ে দ্বিতীয় বড় জয়ের রেকর্ড গড়ল।
এ বার আসা যাক ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস ম্যাচে। এর আগের ম্যাচেই জিম্বাবোয়ের কাছে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এ বার হারল নেদারল্যান্ডসের কাছে। বোর্ডে ৩৭৪ রান তুলেও ডিফেন্ড করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও জনসন চার্লসের অর্ধশতরান। মিডল অর্ডারে নিকোলাস পুরানের ৬৫ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস। শেষ দিকে কিমো পলের ক্যামিও (২৫ বলে ৪৬)। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩৭৪-৬ স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী ছিলেন পুরানরা। দেখা গেল উলাটপূরান।
নেদারল্যান্ডস ইনিংসে কোনও সেঞ্চুরি না হলেও দেখা গেল টিম গেম। তারাও ৫০ ওভারে তোলে ৩৭৪ রান! ম্যাচ টাই হলে সুপার ওভারে ফয়সালা হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুপার ওভারে বোলিংয়ে আসেন অভিজ্ঞ জেসন হোল্ডার। নেদারল্যান্ড অলরাউন্ডার লোগান ভ্যান বিক স্ট্রাইক নেন। সুপার ওভারে তিনটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে ৩০ রান তোলেন। বোলিংও করেন ভ্যান বিকই। তাঁকে ওভার বাউন্ডারিতে স্বাগত জানান জনসন চার্লস। এরপর দুটো সিঙ্গল। চতুর্থ বলে চার্লসকে ফেরান ভ্যান বিক। পঞ্চম বলে রোমারিও শেপার্ডকে ফেরাতেই জয় নেদারল্যান্ডসের। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৮ রান করে।