CWCQ 2023: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখল জিম্বাবোয়ে

World Cup 2023 Qualifier: ভারতের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। আটটি দল নিশ্চিত। দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে জায়গা করে নেবে।

CWCQ 2023: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখল জিম্বাবোয়ে
Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jun 25, 2023 | 2:03 AM

আর মাত্র কয়েক মাস। বা বলা ভালো কয়েকটা সপ্তাহ। ভারতের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। আটটি দল নিশ্চিত। দুটি দল যোগ্যতা অর্জন পর্ব খেলে জায়গা করে নেবে। জিম্বাবোয়েতে চলছে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে রাখল জিম্বাবোয়ে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাচের আগে নিঃসন্দেহে ফেভারিট ছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের মাঝপথ অবধিও কেউ ভাবেনি জিম্বাবোয়ে জিততে পারে। কিন্তু সব হিসেব উল্টে দিল জিম্বাবোয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৫ রানের জয়। ফুল পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে জায়গা করে নিল জিম্বাবোয়ে। ওয়েস্ট ইন্ডিজ সুপার সিক্সে গেলেও এই হারে নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেবে। জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও এই গ্রুপ থেকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। জিম্বাবোয়ে শিবিরে ফের নায়ক সিকান্দার রাজা। তাঁর ৫৮ বলে ৬৮ এবং রায়ান বার্লের অর্ধশতরান করেন। ইনিংসের এক বল বাকি থাকে ২৬৮ রানে অলআউট জিম্বাবোয়ে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিমো পল ৩ উইকেট এবং আলজারি জোসেফ ও আকিল হোসেন দুটি করে উইকেট নেন।

GHORER BIOSCOPE COUNTDOWN

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ অনেকটাই শক্তিশালী। ওপেনিংয়ে দুই বিধ্বংসী ব্যাটার ব্র্যান্ডন কিং-কাইল মেয়ার্স জুটি। এরপর জনসন চার্লস, শেই হোপ, নিকোলাস পুরান, রস্টন চেস, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন। ব্যাটিং গভীরতাও অনেক বেশি। ওপেনার কাইল মেয়ার্স ৫৬ রান করলেও নিয়েছেন ৭২ বল। মিডল অর্ডারে শেই হোপ (৩০), নিকোলাস পুরান (৩৪), রস্টন চেসরা (৪৪) সেট হলেও টিকে থাকতে ব্যর্থ। মাত্র ৪৪.৪ ওভারেই ২৩৩ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ। যা অবাক করার মতোই। জিম্বাবোয়ে বোলারদের মধ্যে তেন্ডাই চাতারা ৩ উইকেট নেন। ব্লেসিং মুজুরবানি, রিচার্ড এনগারাভা ও অলরাউন্ডার সিকান্দার রাজা দুটি করে উইকেট নেন।