Virat Kohli: বিশ্বকাপ ফাইনালেও বেল সরিয়েছিলেন বিরাট কোহলি! প্রকাশ্যে ভিডিয়ো

Jan 02, 2024 | 4:05 PM

Virat Kohli CWC 2023 Video: ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে প্রত্যাশা পূরণ হয়নি ভারতের। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডেই নজর ছিল। তা আর হয়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। এর মূল কারণ ব্যাটিং ব্যর্থতাই। বোর্ডে যথেষ্ঠ রান না থাকায় বোলারদের ওপর বাড়তি ভরসা ছিল। মহম্মদ সামি, জসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিংয়ে আশার আলো দেখেছিল ভারত।

Virat Kohli: বিশ্বকাপ ফাইনালেও বেল সরিয়েছিলেন বিরাট কোহলি! প্রকাশ্যে ভিডিয়ো
Image Credit source: PTI, FILE

Follow Us

কলকাতা: স্টুয়ার্ট ব্রডের মতো ‘সাকসেস’ পেয়েছেন বিরাট কোহলি। তবে বল হাতে নয়, সেটা বেল হাতে। সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে বিরাট কোহলি বেল সরানোর পরই জোড়া উইকেট জসপ্রীত বুমরার দখলে। সেই ভিডিয়ো ভাইরাল হয়। এর আগে অ্যাসেজে এমন করেছিলেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রডও। দুটো ছবি মিলিয়ে নানা কমেন্টও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এ বার প্রকাশ্যে বিরাট কোহলির আরও একটি বেল সরানোর ভিডিয়ো। তাও আবার বিশ্বকাপ ফাইনালে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে প্রত্যাশা পূরণ হয়নি ভারতের। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডেই নজর ছিল। তা আর হয়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। এর মূল কারণ ব্যাটিং ব্যর্থতাই। বোর্ডে যথেষ্ঠ রান না থাকায় বোলারদের ওপর বাড়তি ভরসা ছিল। মহম্মদ সামি, জসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিংয়ে আশার আলো দেখেছিল ভারত। যদিও ট্রাভিস হেডের অনবদ্য ইনিংসে হতাশা ভারতীয় শিবিরে।

দীর্ঘ এক যুগ পর ঘরের মাঠে বিশ্বকাপ। আবারও ট্রফি জেতার সুযোগ ছিল ভারতের সামনে। ট্রফির এত কাছ থেকে খালি হাতে ফিরে হতাশায় ডুবে ছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। পুরস্কার বিতরণে হতাশ মুখ নিয়েই দেখা গিয়েছিল বিরাটদের। এক যুগ আগে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন বিরাট। রোহিতের কাছে প্রথম বার ক্রিকেটার এবং নেতা হিসেবে বিশ্বকাপ জেতার সুযোগ ছিল। ম্যাচ শেষ হতেই হতাশ বিরাট কোহলি টুপি দিয়ে উইকেটের বেল সরিয়ে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে ভারতীয় দল। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ইনিংস ও ৩২ রানে হার টিম ইন্ডিয়ার। বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করলেও ইনিংস হার আটকাতে পারেননি। কেপটাউনে নিউ ইয়ার টেস্টে নামছে ভারত।

Next Article
Sourav-Sachin: সৌরভ-দ্রাবিড়ও সামলাতে পারতেন না! ভারতের একমাত্র ব্যাটারের প্রশংসায় অ্যালান ডোনাল্ড
Virat Kohli: মনোসংযোগে ব্যাঘাত! ক্যামেরাপার্সনদের সরিয়ে দিলেন বিরাট কোহলি