করোনায় আক্রান্ত দেবদত্ত, আইপিএল নিয়ে বাড়ছে দুশ্চিন্তা

গত আইপিএলে (IPL) সাড়া ফেলে দিয়েছিলেন বাঁ-হাতি ওপেনার। বেশ কয়েকটি ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছিলেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। কর্ণাটকের বাঁ-হাতি ব্যাটসম্যানের দৌলতে আইপিএলের (IPL) প্লে অফেও (Play Off) পৌঁছেছিল বিরাট কোহলির আরসিবি (RCB)।

করোনায় আক্রান্ত দেবদত্ত, আইপিএল নিয়ে বাড়ছে দুশ্চিন্তা
করোনা আক্রান্ত দেবদত্ত। ছবি: টুইটার

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 04, 2021 | 1:07 PM

মুম্বই: দিল্লি ক্যাপিটালসের (DC) পর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (RCB)। মুম্বইয়ের পর এবার চেন্নাই। আইপিএল যত এগিয়ে আসছে চিন্তার ভাঁজ যেন ক্রমশ বাড়ছে। করোনায় আক্রান্ত কোহলির দলের ওপেনার দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। অক্ষর প্যাটেলের (Axar Patel) কোভিড পজিটিভ (Covid19) রিপোর্ট আসার কয়েক ঘণ্টার ব্যবধানেই দেবদত্ত পাড়িক্কলের কোভিড রিপোর্টও পজিটিভ এল।

আরও পড়ুন: সোমবার ক্রিকেটের ডার্বি

গত আইপিএলে (IPL) সাড়া ফেলে দিয়েছিলেন বাঁ-হাতি ওপেনার। বেশ কয়েকটি ম্যাচে দুরন্ত ইনিংস খেলেছিলেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। কর্ণাটকের বাঁ-হাতি ব্যাটসম্যানের দৌলতে আইপিএলের (IPL) প্লে অফেও (Play Off) পৌঁছেছিল বিরাট কোহলির আরসিবি (RCB)। এ বারের আইপিএল (IPL) শুরুর আগেই তাই বড়সড় ধাক্কা খেল কোহলির দল। ৯ তারিখ চেন্নাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করছে আরসিবি। কোভিড পজিটিভ ১০ দিন আইসোলেশনেই থাকতে হবে দেবদত্তকে। ফলে ধোনির বিরুদ্ধে প্রথম ম্যাচে উদীয়মান তারকাকে পাবে না আরসিবি।

মুম্বইয়ের পর করোনার থাবা চেন্নাইয়েও। গতকালই অক্ষর প্যাটেলের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। মুম্বইতে রয়েছে দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ১০ মাঠকর্মীও করোনায় আক্রান্ত হন। টুর্নামেন্ট আয়োজনের ৬ ইভেন্ট কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবরও প্রকাশ্যে আসে। কোভিড পজিটিভ হন চেন্নাই সুপার কিংসের এক কর্মীও। এ বার ক্রিকেটার দেবদত্ত পাড়িক্কল করোনায় আক্রান্ত হলেন। এই মুহূর্তে চেন্নাইয়ে রয়েছেন কোহলিরা। মুম্বই হোক কিংবা চেন্নাই। করোনার থাবা আইপিএলে ক্রমশ দুশ্চিন্তা বাড়াচ্ছে।