Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DC vs CSK, IPL 2023: অল্পের জন্য শতরান হাতছাড়া; কোটলায় কনওয়ে শো, কুর্নিশ নেটিজেনদের

এ বারের আইপিএলে চেন্নাইয়ের অন্যতম ধারাবাহিক ব্যাটার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫২ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলেছিলেন ডেভন কনওয়ে।

DC vs CSK, IPL 2023: অল্পের জন্য শতরান হাতছাড়া; কোটলায় কনওয়ে শো, কুর্নিশ নেটিজেনদের
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 20, 2023 | 6:12 PM

নয়াদিল্লি: গ্রুপ পর্বের শেষ ম্যাচে জোড়া শতরানের সুযোগ ছিল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সামনে। দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং ডেভন কনওয়ে (Devon Conway) অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন। দিল্লির বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে ৫২ বলে ৮৭ রানের দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে। ইনিংসে ১১টি চার ও ৩টি ছয় হাঁকিয়েছেন। ঋতুর ব্যাটে এলে ৫০ বলে ৭৯ রান (IPL 2023)। চেন্নাই সুপার কিংসের হয়ে ওপেনিং জুটিতে এল ১৪১ রান। সিএসের-র ওপেনিং জুটি মিলে কোটলা স্টেডিয়ামে অনরিখ নর্টজে, খলিল আহমেদ, কুলদীপ যাদবদের পিটিয়ে ছাতু করলেন। ওই দুয়ের ব্যাটে সিএসকে স্কোরবোর্ডে উঠল ৩ উইকেট হারিয়ে ২২৩ রান। এদিনের ৮৭ রানের ইনিংসের পর চলতি আইপিএলে সাড়ে পাঁচশো রান করে ফেললেন কনওয়ে। বিস্তারিত Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

এ বারের আইপিএলে চেন্নাইয়ের অন্যতম ধারাবাহিক ব্যাটার। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫২ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস খেলেছিলেন। ধোনি ঝড়ে সেঞ্চুরির আক্ষেপ থেকে গিয়েছিল সেদিন। এদিনও শতরানের আশা পূর্ণ হল না। চলতি আইপিএলে প্রথম সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান আগে আটকে যান কনওয়ে। ১৮তম ওভারের দ্বিতীয় বলে অনরিখ নর্টজের বলে ফেরেন। কনওয়ের অর্ধশতরানের ইনিংসগুলি হল-

  • রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৮ বলে ৫০ রান
  • রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪৫ বলে ৮৩ রান
  • সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৭ বলে অপরাজিত ৭৭ রান
  • কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪০ বলে ৫৬ রান
  • পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫২ বলে অপরাজিত ৯২ রান
  • দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৫২ বলে ৮৭ রান

এদিন আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বাধিক পার্টনারশিপ খেললেন কনওয়ে ও ঋতুরাজ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুল-এর সিদ্ধান্ত সফল প্রমাণিত হল ওপেনিং জুটির ঝড়ে। এরপর শিবম দুবে ও রবীন্দ্র জাডেজার ক্যামিও ইনিংস। দিল্লির সামনে ২২৪ রানের লক্ষ্য রেখেছে সিএসকে। দিল্লি ক্যাপিটালস প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে আগেই। দিল্লিকে হারিয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট-সহ মোট ১৭ পয়েন্ট-সহ চলতি আইপিএলে প্লে অফ নিশ্চিত করা দ্বিতীয় টিম হবে চেন্নাই সুপার কিংস।