Ravi Shastri: একটা সিরিজে হার দিয়ে ভারতীয় টিমকে বিচার করা যাবে না, বলছেন শাস্ত্রী

বোর্ড বনাম বিরাট ইস্যু নিয়ে শাস্ত্রী বলছেন, 'সংযোগ ঠিকঠাক রাখাটা গুরুত্বপূর্ণ। কিন্তু বোর্ড আর বিরাটের মধ্যে কী হয়েছিল, তা বলতে পারব না। ওই কথাবার্তার মাঝে আমি ছিলাম না। সেটা না জেনে আমার মন্তব্য করা ঠিক হবে না।'

Ravi Shastri: একটা সিরিজে হার দিয়ে ভারতীয় টিমকে বিচার করা যাবে না, বলছেন শাস্ত্রী
খারাপ সময়ে দলের পাশে থাকার বার্তা শাস্ত্রীর। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2022 | 3:20 PM

মাসকট: দক্ষিণ আফ্রিকা (South Africa) যতই ভরাডুবি হোক ভারতের (Indian Cricket), টেস্ট সিরিজে ১-২ হারের পর ওয়ান ডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে যান বিরাট কোহলি (Virat Kohli)-লোকেশ রাহুলরা (KL Rahul), ফলাফল দিয়ে ভারতীয় টিমকে বিচার করা যাবে না। শুধু তাই নয়, একটা টিম সব সিরিজেই জিতবে, তেমনও হতে পারে না। এমনই মন্তব্য রবি শাস্ত্রীর (Ravi Shastri)। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় টিমের কোচের পদ ছেড়ে দিয়েছেন তিনি। এখন লেজেন্ড লিগের কমিশনারের ভূমিকায় রয়েছেন শাস্ত্রী। বিরাটদের থেকে দূরে থাকলেও ভারতীয় টিম নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে।

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে একটাও বল দেখেননি ভারতের প্রাক্তন কোচ। শাস্ত্রীর কথায়, ‘একটা সিরিজ হারলেই লোকে সমালোচনা শুরু করে দেয়। কেউ সব ম্যাচ জিততে পারে না। যে টিমটা গত পাঁচ বছর ধরে একনম্বর টিম ছিল, এত সাফল্য পেয়েছে, তারা হঠাত্‍ করে খারাপ হয়ে যাবে কেন? আমার তো মনে হয় না ভারতীয় টিমকে নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ আছে। বরং প্রতিপক্ষ টিমগুলোকে চিন্তায় রাখবে ভারত।’

প্রোটিয়াদের মাঠে টেস্ট সিরিজ হারের পর বিরাট আচমকাই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। ক্যাপ্টেন হিসেবে কাপ না জিতলেও ক্রিকেটার হিসেবে তাঁর গুরুত্ব চিরকাল থেকে যাবে। শাস্ত্রীর মন্তব্য, ‘নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত ওর নিজের। আর সেটাকে সম্মান জানাতেই হবে। বিরাটের আগে অনেক বড় প্লেয়ার ক্যাপ্টেন্সি ছেড়েছে। গাভাসকর ছেড়েছে, সচিন ছেড়েছে, ধোনি ছেড়েছে। এ বার বিরাট ছাড়ল। তারা প্রত্যেকেই ব্যাটিংয়ে ফোকাস করেছিল। আর একটা কথা মনে রাখতে হবে। এর আগেও ভারতীয় ক্রিকেটে অনেক ক্যাপ্টেন তাদের সময় একটাও বিশ্বকাপ জেতেনি। সৌরভ জেতেনি, দ্রাবিড় জেতেনি, কুম্বলে জেতেনি। তার মানে কি এই যে, ওরা খারাপ প্লেয়ার? ভারতের কিন্তু দুটো বিশ্বকাপজয়ী ক্যাপ্টেন। কপিল আর ধোনি। সচিনকেও কাপ জিততে ৬টা বিশ্বকাপ খেলতে হয়েছে।’

বোর্ড বনাম বিরাট ইস্যু নিয়ে শাস্ত্রী বলছেন, ‘সংযোগ ঠিকঠাক রাখাটা গুরুত্বপূর্ণ। কিন্তু বোর্ড আর বিরাটের মধ্যে কী হয়েছিল, তা বলতে পারব না। ওই কথাবার্তার মাঝে আমি ছিলাম না। সেটা না জেনে আমার মন্তব্য করা ঠিক হবে না।’

আরও পড়ুন : ICC Women’s World Cup 2022: এ বার বিশ্বকাপ জিততে চাই, বলছেন স্মৃতি