ICC Women’s World Cup 2022: এ বার বিশ্বকাপ জিততে চাই, বলছেন স্মৃতি

দেশের হয়ে তো বটেই বিগ ব্যাশেও দুরন্ত ফর্মে ছিলেন তিনি। শুধু টেস্ট নয়, সব ফর্ম্যাটেই নিজেকে মেলে ধরেছিলেন তিনি। সেই ছন্দটাই নিউজিল্যান্ড অনুষ্ঠিত হতে চলা মেয়েদের বিশ্বকাপে ধরে রাখতে চান ভারতীয় ব্যাটার।

ICC Women's World Cup 2022: এ বার বিশ্বকাপ জিততে চাই, বলছেন স্মৃতি
ICC Women's World Cup 2022: এ বার বিশ্বকাপ জিততে চাই, বলছেন স্মৃতি (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2022 | 10:00 AM

নয়াদিল্লি: মেয়েদের ক্রিকেটে আইসিসির (ICC) বর্ষসেরা হওয়ার পর ওয়ান ডে বিশ্বকাপকে (Womens World Cup 2022) লক্ষ্য করছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। গত মরসুমটা দারুণ গিয়েছে ভারতীয় ওপেনারের। দেশের হয়ে তো বটেই বিগ ব্যাশেও দুরন্ত ফর্মে ছিলেন তিনি। শুধু টেস্ট নয়, সব ফর্ম্যাটেই নিজেকে মেলে ধরেছিলেন তিনি। সেই ছন্দটাই নিউজিল্যান্ড অনুষ্ঠিত হতে চলা মেয়েদের বিশ্বকাপে ধরে রাখতে চান ভারতীয় ব্যাটার।

২০২১ সালে বিভিন্ন ফর্ম্যাট মিলিয়ে ২২টা ম্যাচ খেলেছিলেন স্মৃতি। ৮৫৫ রান করেছেন। গড় ৩৮.৮৬। টপ ফর্মেথাকা ছেলেদের ভারতীয় টিমের অনেক ব্যাটার তাঁর মতো সফল নন। আইসিসির বর্ষসেরা হওয়ার জন্য র‍্যাচেল ফ্লিন্ট ট্রফি পেলেন তিনি। তারপর স্মৃতি বলছেন, ‘আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হতে পেরে আমি গর্বিত। এই সাফল্যের জন্য কৃতজ্ঞ টিমমেট, কোচ, পরিবার, বন্ধু ও সমর্থকদের কাছে। ওরা আমার উপর বিশ্বাস রেখেছিল বরাবর। সব সময় পাশে থেকেছিল। আইসিসির কাছ থেকে সর্বোচ্চ স্বীকৃতি পাওয়া বিরাট ব্যাপার। বিশেষ করে কঠিন সময়ে এই পুরস্কার আমাকে মোটিভেট করবে। আগামী দিনে সাফল্য পেতে সাহায্য করবে।’

২০২২ সালে স্মৃতির ফোকাস কোন টুর্নামেন্টে? ভারতীয় ওপেনার বলেছেন, ‘এই বছর আমি ওয়ান ডে বিশ্বকাপের দিকে নজর দেব। যাতে বিশ্বকাপটা এ বার জিততে পারি। টিম হিসেবে প্রস্তুতি নেওয়া ও পারফর্ম করাটাই লক্ষ্য।’

আগামী মার্চে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের। ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে যাত্রা করবেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। ১০ মার্চ আয়োজক নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা। ১২ মার্চ ভারত খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। গ্রুপ লিগে পরের চারটে ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ড (১৬ মার্চ), অস্ট্রেলিয়া (১৯ মার্চ), বাংলাদেশ (২২ মার্চ), দক্ষিণ আফ্রিকা (২৭ মার্চ)।

হাতে এখনও একটা মাস সময় রয়েছে স্মৃতির। এই সময়ের মধ্যেই নিজেকে তৈরি করে নিতে চান ভারতীয় ওপেনার।

আরও পড়ুন: Smriti Mandhana: ‘দিন-রাতের টেস্টে সেঞ্চুরিটাই ২০২১ সালের সেরা প্রাপ্তি’, স্মৃতি মান্ধানা