Duleep Trophy: দলীপে প্রথম দিন কেমন পারফরম্যান্স রিঙ্কু, অভিমন্যুদের? জেনে নিন…
Duleep Trophy 2023: ইস্ট জোনের হয়ে বোলিংয়ে নজর কাড়লেন মনিশঙ্কর মুরাসিং। ৪২ রানে পাঁচ উইকেট নেন তিনি। এ ছাড়া শাহবাজ আহমেদ ২টি এবং ঈশান পোড়েল, শাহবাজ নাদিম একটি করে উইকেট নেন।
দলীপ ট্রফি কোয়ার্টার ফাইনালে শুরু হল এ দিন। সব মিলিয়ে মোট ৬টি দল খেলবে দলীপে। গত বারের চ্যাম্পিয়ন ও রানার্স খেলবে সরাসরি সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন ও ইস্ট জোন এবং নর্থ জোন ও নর্থ ইস্ট জোন। প্রথম দিনের খেলার বিশেষ কিছু বিষয়ে বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বেঙ্গালুরু শহর থেকে কিছুটা দূরে আলুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সেন্ট্রাল জোন ও ইস্ট জোন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল জোন। যদিও প্রথম ইনিংস তাদের সুবিধার হল না। মাত্র ১৮২ রানেই আলআউট তারা। সেন্ট্রাল জোনে খেলছেন দেশের উঠতি প্রতিভা রিঙ্কু সিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত সংস্করণে দুর্দান্ত পারফর্ম করেছেন। স্বাভাবিক ভাবেই লাল বলের ক্রিকেটে তাঁর দিকে বাড়তি নজর। প্রথম ইনিংসে ৩৮ রান করলেন রিঙ্কু। তাঁকে ফেরান ইস্ট জোনে বাংলার বাঁ হাতি স্পিনার শাহবাজ আহমেদ। সেন্ট্রাল জোন ইনিংসে রিঙ্কুর স্কোরই সর্বাধিক।
ইস্ট জোনের হয়ে বোলিংয়ে নজর কাড়লেন মনিশঙ্কর মুরাসিং। ৪২ রানে পাঁচ উইকেট নেন তিনি। এ ছাড়া শাহবাজ আহমেদ ২টি এবং ঈশান পোড়েল, শাহবাজ নাদিম একটি করে উইকেট নেন। তেমনই ব্যাটিংয়ে ইস্ট জোনে বাড়তি নজর অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের দিকে। বাংলার এই ক্রিকেটার ধারাবাহিক হলেও ক্যারিবিয়ান সফরের ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা পাননি। ব্যাট হাতে দলীপে প্রথম ইনিংসে হতাশ করলেন অভিমন্যু। আবেশ খানের ডেলিভারিতে গোল্ডেন ডাক অভিমন্যু ঈশ্বরণ। দিনের শেষে ক্রিজে রয়েছেন বাংলার তরুণ ব্যাটার সুদীপ ঘরামি (১৯)।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি নর্থ জোন ও নর্থ ইস্ট জোন। ধ্রুব শোরের অনবদ্য শতরানে প্রথম দিনই অ্যাডভান্টেজ নর্থ জোন। এ ছাড়াও অর্ধশতরান করেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের তরুণ ব্যাটার নিশান্ত সিন্ধু। ৭৬ রানে অপরাজিত রয়েছেন তিনি। দিনের শেষে নর্থ জোনের স্কোর ৩০৬-৬।