Duleep Trophy: দলীপ ট্রফি সেমিফাইনালে তারকাদের ব্যর্থতার দিন, মাঠে ঋষভ পন্থ

Jul 05, 2023 | 7:10 PM

Duleep Trophy 2023: অধিনায়ক হনুমা বিহারি রানের খাতা খুলতে পারেননি। দিনের শেষে ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল (৩৭)। উল্টোদিকে তরুণ ব্যাটার তিলক ভার্মা (১২)। হর্ষিত রানা ২ উইকেট নেন।

Duleep Trophy: দলীপ ট্রফি সেমিফাইনালে তারকাদের ব্যর্থতার দিন, মাঠে ঋষভ পন্থ
Image Credit source: PTI

Follow Us

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। ফেরার লড়াইয়ের শুরুটা ভালো হল না চেতেশ্বর পূজারার। দলীপ ট্রফির সেমিফাইনাল শুরু হল এ দিন। জাতীয় দলে প্রত্যাবর্তনের লড়াই শুরু করলেন চেতেশ্বর পূজারা। কিন্তু প্রথম ইনিংস হতাশার কাটল। শুধু তিনিই নন, প্রথম দিন ভালো গেল না তারকা ক্রিকেটারদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বেঙ্গালুরু শহর থেকে কিছুটা দূরে আলুর স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ও সেন্ট্রাল জোন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট জোন অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চাল। দিনের শেষে ৮ উইকেটে ২১৬ রান তুলেছে তারা। ব্যর্থ টপ ও মিডল অর্ডার। ওয়েস্ট জোন ব্যাটিং লাইন আপে মূলত নজর ছিল চেতেশ্বর পূজারা, সূর্যকুমার যাদব, সরফরাজ খান এবং পৃথ্বী শ-র দিকে। অধিনায়ক প্রিয়াঙ্কের সঙ্গে ওপেন করেন পৃথ্বী। ৫৪ বলে ২৬ রানেই ইতি তাঁর ইনিংসের। চেতেশ্বর পূজারা ১০২ বল খেলে করেন মাত্র ২৮ রান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে ছিলেন সূর্যকুমার যাদব। যদিও ক্যারিবিয়ান সফরে রাখা হয়নি। প্রথম ইনিংসে তিনি করলেন ৭ রান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পরও জাতীয় দলে ব্রাত্য সরফরাজ খান। সিনিয়র দল নির্বাচন কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন অজিত আগরকর। ফলে সরফরাজের কাছে সুযোগ ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচকদের ভাবনায় থাকা। এ দিন অবশ্য রানের খাতা খুলতে পারলেন না। ওয়েস্ট জোনকে কিছুটা ভালো জায়গায় যেতে সাহায্য করেন অতীত শেঠ। ৭৪ রান করেন তিনি। সেন্ট্রাল জোনের হয়ে ৪ উইকেট নেন শিবম মাভি।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে নর্থ ও সাউথ জোন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ জোন। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৯৮ রানেই অলআউট নর্থ জোন। প্রভসিমরন সিং সর্বাধিক ৪৯ রান করেন। ৫ উইকেট নেন বিদ্ধথ কাবেরাপ্পা। ওয়াশিংটন সুন্দর ১ উইকেট নিয়েছেন। সাউথ জোনও খুব ভালো জায়গায় নেই। ৬৩-৪ স্কোরে দিন শেষ হয়েছে সাউথ জোনের। মাত্র ৯ রানেই ফিরেছেন সাই সুদর্শন। অধিনায়ক হনুমা বিহারি রানের খাতা খুলতে পারেননি। দিনের শেষে ক্রিজে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল (৩৭)। উল্টোদিকে তরুণ ব্যাটার তিলক ভার্মা (১২)। হর্ষিত রানা ২ উইকেট নেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে ঋষভ পন্থের। চিন্নাস্বামীতে ম্যাচে উপস্থিত ছিলেন।

Next Article