Duleep Trophy: আজ শুরু দলীপের সেমিফাইনাল, নজরে একঝাঁক তারকা
Duleep Trophy 2023: সেমিফাইনালে নজর থাকবে ওয়াশিংটন সুন্দরের ফিটনেসের ওপর। প্রায় ছ-মাস পর মাঠে ফিরছেন ওয়াশিংটন। চোট আঘাতে বেশির ভাগ সময়ই সুযোগ থেকে বঞ্চিত হন। অনেক সময় সুযোগ পেলেও চোটে মাঝপথেই ছিটকে যান।
ক্যারিবিয়ান সফরের টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি চেতেশ্বর পূজারার। দল থেকে বাদ পড়েই সিদ্ধান্ত নেন, ঘরোয়া ক্রিকেট খেলে প্রত্যাবর্তনের লড়াই শুরু করবেন। দলীপ ট্রফিতে খেলার সিদ্ধান্ত নেন। একই কথা প্রযোজ্য সূর্যকুমার যাদবের জন্য। স্কোয়াডে থাকলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলানো হয়নি। ক্যারিবিয়ান সফরে টেস্ট স্কোয়াডে জায়গা পাননি। তিনিও খেলবেন দলীপে। এই দু-জনের পাশাপাশি নজরে একঝাঁক তারকা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পূজারার বাদ পড়ার দেওয়াল লিখন যেন ওভালেই লেখা হয়েছিল। এর আগের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে বাদ পড়েছিলেন পূজারা। তবে পরের সিরিজেই দলে ফেরেন। এর পর থেকে অবশ্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারছিলেন না। সবচেয়ে হতাশার কেটেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রথম ইনিংসে জাজমেন্ট দিয়ে বোল্ড হন। দ্বিতীয় ইনিংসে মাথার ওপরের উচ্চতার ডেলিভারিতে খোঁচা দিয়ে কট বিহাইন্ড। তাঁর আউটের ধরনে খুশি ছিল না টিম ম্য়ানেজমেন্ট। যার প্রভাব পড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট টিম সিলেকশনে। দলীপ ট্রফি এবং ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে জাতীয় দলে ফেরাই লক্ষ্য পূজারার।
Prepping up for tomorrow! #DuleepTrophy pic.twitter.com/KY7mqHORBR
— Cheteshwar Pujara (@cheteshwar1) July 4, 2023
দলীপের একটি সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ওয়েস্ট জোন ও সেন্ট্রাল জোন। অন্য ম্যাচে, সাউথ জোন বনাম নর্থ জোন। শুধু পূজারা কিংবা সূর্যকুমার যাদবই নন, নজর থাকবে আরও কয়েকজনের ওপর। হনুমা বিহারি, মায়াঙ্ক আগরওয়ালরা দীর্ঘদিন জাতীয় দলের বাইরে। একই পরিস্থিতি পৃথ্বী শ-র। জাতীয় দলে ফেরার পথ খুঁজছেন। কিন্তু মিলছে না। তেমনই ভুললে চলবে না সরফরাজ খানের কথা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পরও জাতীয় দলে ব্রাত্য। এর পরিপ্রেক্ষিতে বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, মাঠে তাঁর আচরণ এবং ফিটনেস সুযোগ না পাওয়ার অন্যতম কারণ। গত বছর দিল্লির বিরুদ্ধে রঞ্জিতে সেঞ্চুরির পর অতি উচ্ছ্বাসে ভেসেছিলেন। সে সময় তৎকালীন নির্বাচক প্রধান বিষয়টিকে ভালো ভাবে নেননি বলেই জানিয়েছিলেন বোর্ড কর্তা। সিনিয়র দল নির্বাচন কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন অজিত আগরকর, এ বার সরফরাজের ভাগ্য বদলায় কীনা দেখার। তার জন্য ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন।
সেমিফাইনালে নজর থাকবে ওয়াশিংটন সুন্দরের ফিটনেসের ওপর। প্রায় ছ-মাস পর মাঠে ফিরছেন ওয়াশিংটন। চোট আঘাতে বেশির ভাগ সময়ই সুযোগ থেকে বঞ্চিত হন। অনেক সময় সুযোগ পেলেও চোটে মাঝপথেই ছিটকে যান। যা তাঁর এবং নির্বাচকদের জন্য চিন্তার বিষয়।