Kolkata Derby: ইডেনে কাল ক্রিকেট ডার্বি, প্লেয়ারদের নজরে বাংলা রঞ্জি দল
East Bengal vs Mohun Bagan Cricket Derby: ডার্বির মতো ম্যাচে ভালো পারফর্ম করে বাংলার নির্বাচকদের নজরে আশাই লক্ষ্য থাকবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্রিকেটারদের। মোহনবাগানে রয়েছেন পেসার ঈশান পোড়েল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে দল পাননি। ক্লাব ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর থাকবে তাঁর। ইস্টবেঙ্গল, মোহনবাগানের কাছে এই ম্যাচ আরও বেশি লড়াইয়ের জায়গা কারণ, দু-দলই কঠিন একটা ম্যাচ খেলে এই ম্যাচে নামছে।

কলকাতা: খেলা যাই হোক, ডার্বি সবসময়ই আলাদা মাত্রা রাখে। কলকাতা ডার্বির মাহাত্ম এখানেই। ফুটবলে এ মরসুমে ডুরান্ড কাপে দুটি ডার্বি হয়েছে। একটি করে জিতেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এখন নজর ক্রিকেটের ডার্বিতে। কাল, বুধবার শুরু হচ্ছে প্রথম ডিভিশন লিগের ডার্বি। ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্রিকেটারদের কাছে সম্মানের ম্যাচও। সঙ্গে ব্যক্তিগত কিছু লক্ষ্যও থাকবে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ইডেন গার্ডেন্সে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচে দুই কোচের মস্তিষ্কের লড়াইও। ইস্টবেঙ্গলের কোচ আব্দুল মোনায়েম। যিনি ভবানীপুরকে সাফল্য দিয়েছেন। এ মরসুমেই ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েছেন। অন্য দিকে, মোহনবাগানের কোচ প্রণব নন্দী। ময়দানে যিনি টুলটুল দা নামেই পরিচিত। বাংলা ক্রিকেট কোচিংয়ে বটবৃক্ষ। দীর্ঘ সময় ইস্টবেঙ্গলের দায়িত্বে ছিলেন প্রণব নন্দী। গত মরসুমে মোহনবাগান ক্রিকেটে সাফল্য না পাওয়ায় এ বার প্রণব নন্দীকে কোচ করা হয়েছে।
ইস্টবেঙ্গল, মোহনবাগান দু-দলের ক্রিকেটারদের কাছে ব্যক্তিগত একটা লক্ষ্যও রয়েছে। সামনেই রঞ্জি ট্রফির দল নির্বাচন। মুকেশ কুমার, আকাশ দীপ সিং, অভিমন্যু ঈশ্বরণের মতো প্লেয়াররা জাতীয় দলের ভাবনায় রয়েছেন। ওয়ান ডে স্কোয়াডে ছিলেন আকাশ দীপ। মুকেশ কুমার ও অভিমন্যু ঈশ্বরণ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট স্কোয়াডে রয়েছেন। রঞ্জি ট্রফির অনেকটা অংশেই তাঁদের পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। এটা যেমন বাংলার জন্য় অস্বস্তির, তেমনই তরুণ ক্রিকেটারদের কাছে সুযোগও।
ডার্বির মতো ম্যাচে ভালো পারফর্ম করে বাংলার নির্বাচকদের নজরে আশাই লক্ষ্য থাকবে ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্রিকেটারদের। মোহনবাগানে রয়েছেন পেসার ঈশান পোড়েল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে দল পাননি। ক্লাব ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নজর থাকবে তাঁর। ইস্টবেঙ্গল, মোহনবাগানের কাছে এই ম্যাচ আরও বেশি লড়াইয়ের জায়গা কারণ, দু-দলই কঠিন একটা ম্যাচ খেলে এই ম্যাচে নামছে।
লিগ সবে শুরুর পর্যায়ে। ফলে লড়াইটা সমানে সমানেই হবে। প্রণব নন্দীর মতো কোচ এবং মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল কোচ আব্দুল মোনায়েম বলছেন, ‘ডার্বি সব সময়ই আলাদা মাত্রা রাখে। ভালো খেলাই লক্ষ্য। ভালো টিম হতে গেলে ধারাবাহিক হতে হবে। আমাদের নজর সেটাই। প্রণব নন্দীকে আমি ভীষণ শ্রদ্ধা করি। ক্ষুরধার মস্তিষ্ক। আমার খুব পছন্দের একজন। তবে মাঠে নামলে আমার চেষ্টাই থাকবে যাতে ওদের হারাতে পারি।’





