Ashes: এজবাস্টনের গ্যালারি কেন নীল? কারণ জানলে আপনারও ভালো লাগবে

Jun 17, 2023 | 4:38 PM

Ashes Series, ENG vs AUS: ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার বব উইলিসকে মনে পড়ে? প্রস্টেট ক্যান্সারে প্রয়াত হয়েছিলেন বব উইলিস।

Ashes: এজবাস্টনের গ্যালারি কেন নীল? কারণ জানলে আপনারও ভালো লাগবে
Image Credit source: twitter

Follow Us

বার্মিংহ্যাম: এজবাস্টনে চলছে অ্যাসেজ টেস্ট। বহুপ্রতিক্ষীত এই সিরিজের প্রথম দিন বাজবল দেখা গিয়েছে। টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ইংল্যান্ড প্লেয়াররা। ওপেনার জ্যাক ক্রলি, কিপার ব্যাটার জনি বেয়ারস্টো অর্ধসতরান করেন। অনবদ্য শতরান জো রুটের ব্যাটে। ৩০ তম শতরানে ছাপিয়ে গেলেন কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে। ৩৯৩-৮ স্কোরে প্রথম দিনই ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের খেলা শুরুতে দেখা গেল, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দু-দলের প্লেয়াররা নীল টুপি পরে নীরবতা পালন করেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শুধুমাত্র ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই নন। এজবাস্টনের গ্যালারিতেও দেখা গেল নীল। অনেকেই নীল টি-শার্ট এবং টুপি পরে এসেছেন। গত কয়েক দিন ধরেই প্রস্তুতি হয়েছে। প্রচার করা হয়েছে, গ্যালারিকে যাতে নীলে ভরিয়ে দেওয়া যায়। এর নেপথ্যে একটা মহৎ কারণ রয়েছে।

ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার বব উইলিসকে মনে পড়ে? প্রস্টেট ক্যান্সারে প্রয়াত হয়েছিলেন বব উইলিস। ইংল্যান্ডের এই ক্রিকেটার ৯০টি টেস্টে ৩২৫টি উইকেট নিয়েছিলেন। ইকোনমি মাত্র ২.৮৩। ইনিংসে সেরা বোলিং ফিগার ৮-৪৩। ওডিআই ক্রিকেটে খেলেছেন ৬৪টি ম্যাচ। ৩.২৮ ইকোনমিতে নিয়েছিলেন ৮০টি উইকেট।

ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুর কারণ প্রস্টেট ক্যান্সার। তাঁর স্মরণে তৈরি হয়েছে বব উইলিস ফান্ড। প্রত্যেকেই এই ফান্ডে অর্থ দিতে পারেন। যেখান থেকে ওঠা অর্থ প্রস্টেট ক্যান্সারে চিকিৎসাধীনদের জন্য খরচ করা হয়। প্রস্টেট ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়াতেই নীল রংয়ের টুপি পরেছিলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এজবাস্টনের গ্যালারিও এই বার্তা দিতেই নীল রংয়ে ঢেকে গিয়েছে।

এজবাস্টনে প্রথম বার এই চিত্র দেখা গিয়েছিল ২০২১ সালে। ইংল্যান্ড বনাম পাকিস্তান একদিনের ম্যাচে এজবাস্টনের গ্যালারি নীল রং ছিল। গত বছর ভারত-ইংল্যান্ড টেস্টেও এজবাস্টনের গ্যালারি এমনই নীল রংয়ে ভরেছিল।

Next Article