
কলকাতা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চরম অশান্তি। একদিকে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়েছে তারা, অন্য দিকে ঘরোয়া ক্রিকেটে তুমুল বিতর্ক। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এম নাজমুল ইসলামের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে। জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে। এতেই শেষ নয়, বিতর্ক মাথাচাড়া দিতেই বিপিএল বয়কটের হুমকি দিয়েছে। বৃহস্পতিবার বিপিএল ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের খেলার কথা। টসই করা যায়নি। যাচ শুরুর সময় পর্যন্ত কোনও দল মাঠে না পৌঁছনোয়। ক্রিকেটারদের বয়কটের হুমকির পর বিপিএলের বাকি ম্যাচ শেষ হবে কিনা, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। ক্রিকেটাররা একযোগে দাবি করেছেন, নাজমুল ইসলাম বোর্ড পদ থেকে সরে না দাঁড়ালে তাঁরা সব ধরনের ক্রিকেট বয়কট করবেন।
পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, বুঝতে পেরে বিতর্কিত মন্তব্য থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। বিসিবির এক কর্তার দাবি, এক সদস্যের আপত্তিকর মন্তব্যের জন্য তাঁরা দুঃখ প্রকাশ করছেন। এই মন্তব্যের ফলে যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা বিসিবি স্বীকার করে নিয়েছে। ক্রিকেটারদের প্রতি সম্মান রেখে কর্তারা বিষয়টি বিবেচনা করবেন। ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। ওই কর্তার কথায়, “প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যিনি এমন মন্তব্য করেছেন, তাঁকে শোকজ নোটিসও পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।”
এই বিতর্কের সূত্রপাত হয় নাজমুল ইসলামের একটি মন্তব্য থেকে। তিনি বলেছিলেন, “দল যদি কোনও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, ক্রিকেটারদের পারিশ্রমিক দেওয়া হবে না।” তিনি প্রশ্ন তোলেন, বোর্ড সব সময় পাশে থেকেছে ক্রিকেটারদের। কিন্তু ক্রিকেটাররা কি বোর্ডকে সেটা ফিরিয়ে দিতে পেরেছে?” এই বিতর্কিত মন্তব্য়ের কারণেই ক্রিকেটাররা বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন। তবে বিসিবি আশ্বস্ত করেছে, নাজমুল ইসলামের আচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্রিকেটাররা কবে মাঠে ফিরবেন, তা এখনও জানানো হয়নি।