মাত্র ২১১ রানের পুঁজি। বাংলাদেশের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। রান তাড়ায় অনবদ্য শুরু। কিন্তু সেখান থেকেই ‘শক’ দিলেন নিশান্ত সিন্ধু। চরম ব্যাটিং বিপর্যয়ের সামনে বাংলাদেশের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। বাংলাদেশকে মাত্র ১৬০ রানেই অলআউট করল ভারত। ৫১ রানের বিশাল জয়ে ফাইনালে যশ ধুলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এমার্জিং এশিয়া কাপে স্বপ্নের ফাইনাল। মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর প্রতিবেদনে।
দিনের প্রথম সেমিফাইনালে জেতে পাকিস্তান। ফলে স্বপ্নের ফাইনালের সম্ভাবনা ছিল। যদিও ভারত প্রথমে ব্যাট করে মাত্র ২১১ রানে অলআউট হওয়ায় চাপ বাড়ছিল। বাংলাদেশের শুরুটাও তেমন হয়। দুই ওপেনার মহম্মদ নইম এবং তানজিদ হাসান ৭০ রানের জুটি গড়ে। ভারতকে প্রথম ব্রেক থ্রু দেন মানব সুতার। বাঁ হাতি স্পিনাররাই ম্যাচের ভোল বদলে দিতে পারেন, তার ছাপ রাখেন মানব। কিছুক্ষণের মধ্যে আর এক বাঁ হাতি স্পিনার নিশান্ত সিন্ধুকে আক্রমণে আনেন ভারত অধিনায়ক যশ ধুল।
বাংলাদেশ ৭০-০ থেকে দ্রুতই ১৩৪-৬। আর ঘুরে দাঁড়াতে পারেনি তাঁরা। ইনিংসের ৩২তম ওভারে জোড়া উইকেট নেন নিশান্ত। সব মিলিয়ে ৮ ওভারে মাত্র ২০ রান দিয়ে পাঁচ উইকেট। অনবদ্য একটা ক্যাচ নেন রিয়াগ পরাগ। ৩৫ তম ওভারে ১৬০ রানে অলআউট বাংলাদেশ। মানব সুতারের বলে ক্যাপ্টেন যশ ধুল রাকিবুলের ক্যাচ নিতেই ফাইনালে ভারত। ৬৬ রানের অনবদ্য ইনিংস এবং বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সির জন্য ম্যাচের সেরার পুরস্কার জিতে নিলেন যশ ধূল।
ফাইনাল নিশ্চিত করে ভারত অধিনায়ক যশ ধুল বলেন, ‘আমাদের শুরুটা ভালো না হলেও আত্মবিশ্বাস ছিল, স্পিনাররা ম্যাচ ঘোরাতে পারে। নিজেদের ব্যাটিং নিয়ে আমিও অবাক হয়েছি। কারণ আমরা চেয়েছিলাম, ইনিংস গভীরে নেব। নিশান্ত আমাদের তুরুপের তাস। যখনই আক্রমণে আসে, কোনও না কোনও ছাপ ফেলে। ফাইনালে ভারত-পাক ভালো ম্যাচ হবে।’