হায়দরাবাদ: দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ ছন্দে ছিলেন। বিশেষ করে দ্বিতীয় টেস্টে একাই প্রথম ইনিংসে শেষ করে দিয়েছিলেন প্রোটিয়াদের। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। নতুন বলে জসপ্রীত বুমরার সঙ্গী হিসেবে দেখা যাবে তাঁকেই। হায়দরাবাদের উপ্পলে নামার আগে নস্টালজিক হয়ে পড়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। মন খারাপেও ডুবে থাকছেন। হায়দরাবাদেই তাঁর বাড়ি। উপ্পল ঘরের মাঠ। এর আগে উপ্পলে খেললেও দেশের হয়ে প্রথম টেস্ট খেলবেন সিরাজ। তাঁর জন্য নিশ্চিত ভাবেই অপেক্ষা করে রয়েছে দারুণ মুহূর্ত। কিন্তু বাবার কথা খুব মনে পড়ছে এমন দিনে।
২০২০ সালে বাবাকে হারিয়েছেন সিরাজ। তাঁর প্রেরণাতেই ক্রিকেট খেলা শুরু। ছেলেকে ক্রিকেটার জন্য সিরাজের বাবা অনেক লড়াইও করেছেন। তিনি চাইতেন, সিরাজ যেন দেশের হয়ে টেস্ট খেলেন। সেই স্বপ্নও পূরণ হয়েছে সিরাজের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে টেস্ট অভিষেক হয়েছিল। কিন্তু তার আগেই মারা যান বাবা। তাই ছেলের দেশের হয়ে টেস্ট খেলা দেখা হয়নি তাঁর। সেই আক্ষেপ আজও ভোলেননি সিরাজ। জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সিরাজ বলেছেন, ‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে টেস্ট অভিষেকের আগেই বাবাকে হারিয়েছিলাম। খুব কঠিন সময় ছিল এটা। কিন্তু ওখানে থামিনি। কারণ জানতাম, আমার বাবা চাইতেন যেন দেশের হয়ে খেলি। বাবার স্বপ্নটা পূরণ করতে চেয়েছিলাম।’
২০২০ সালের ডিসেম্বরে মাসে পূর্ণাঙ্গ সফরের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিল ভারতীয় টিম। ওই দেশে পা দেওয়ার দিন পাঁচেকের মধ্যে মারা যান সিরাজের বাবা। টিম ম্যানেজমেন্টের তরফে সিরাজকে বলা হয়েছিল, চাইলে দেশে ফিরে যেতে পারেন। কিন্তু সিরাজ যাননি। বাবার ইচ্ছেকে গুরুত্ব দিয়ে থেকে গিয়েছিলেন টিমের সঙ্গে। সিরাজ বলছেনও, ‘আমার পরিবার বলেছিল, দেশে ফেরার দরকার নেই। আমি যেন বাবার ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করি।’ বক্সিং ডে টেস্টে অভিষেক হয়েছিল সিরাজের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। বাবাকেই উৎসর্গ করেছিলেন ওই সাফল্য।