England vs Australia, Ashes: ক্রিস ওকসের চার উইকেট, প্রথম দিনই তিনশোর কাছে অস্ট্রেলিয়া

Ashes, ENG vs AUS, Manchester: ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম দিন সমানে সমানে লড়াই। অস্ট্রেলিয়া অল-পেস বোলিং আক্রমণ নামালেও ইংল্যান্ড এক বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মইন আলিকে একাদশে রেখেছে।

England vs Australia, Ashes: ক্রিস ওকসের চার উইকেট, প্রথম দিনই তিনশোর কাছে অস্ট্রেলিয়া
Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Jul 19, 2023 | 11:38 PM

ক্রিস ওকসের অনবদ্য বোলিং, মার্ক উডের দামি উইকেট। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম দিন সমানে সমানে লড়াই। অস্ট্রেলিয়া অল-পেস বোলিং আক্রমণ নামালেও ইংল্যান্ড এক বিশেষজ্ঞ স্পিনার হিসেবে মইন আলিকে একাদশে রেখেছে। এক উইকেট নিলেন মইন। অজি ব্যাটাররা সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ। প্রথম দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ম্যাঞ্চেস্টারে মাইলফলকে ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ইনিংসের পঞ্চম ওভারেই সাফল্য। উসমান খোয়াজাকে ফেরান ব্রড। সিরিজে ব্যর্থ ডেভিড ওয়ার্নার। এই ম্যাচেও ভরসা দিতে পারলেন না। ৩২ রানেই প্যাভিলিয়নে ওয়ার্নার। তবে এই ম্যাচে তিনি ওকসের শিকার। রানে ফিরলেন স্টিভ স্মিথ-মার্নাস লাবুশেন। সেট হয়েও বড় ইনিংস এল না। লাবুশেনকে (৫১) ফেরান মইন আলি। মার্ক উডের এক্সপ্রেস গতির শিকার স্টিভ স্মিথ (৪৮)।

অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া হয় ট্রাভিস হেডেরও। তাঁকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মাইলফলকে স্টুয়ার্ট ব্রড। এই ম্যাচে দু-জন পেস বোলিং অলরাউন্ডার খেলাচ্ছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শ গত ম্যাচে প্রত্যাবর্তন করেছিলেন। লিডসে প্রথম ইনিংসে সেঞ্চুরিও করেছিলেন। এই ম্যাচে অর্ধশতরান করেন মার্শ। আর এক অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ফিরেছেন। তাঁর অবদান ১৬ রান। অ্যালেক্স ক্যারি করেন ২০ রান। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভরসা দিচ্ছেন মিচেল স্টার্ক। প্রথম দিনের শেষে ২৩ রানে অপরাজিত তিনি। সঙ্গে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। ক্রিস ওকস চার উইকেট এবং স্টুয়ার্ট ব্রড ২ উইকেট নেন। মইন আলি ও মার্ক উড একটি করে উইকেট নিয়েছেন।