লিডস: কেরিয়ারের শততম টেস্ট খেলছেন স্টিভ স্মিথ। আকর্ষণের কেন্দ্রে তিনিই। স্মিথের মঞ্চে অনবদ্য ইনিংস অজি অলরাউন্ডার মিচেল মার্শের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাসেজ সিরিজের প্রথম দু-ম্যাচ। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলেছিলেন ক্যামেরন গ্রিন। লিডস টেস্টে প্রত্যাবর্তন মার্শের। প্রথম দিনই চোখ ধাঁধানো পারফরম্যান্স। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। পিচে ঘাস রয়েছে। মার্ক উড, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড শুরু থেকেই দাপট দেখালেন। ওয়ার্নারকে ফিরিয়ে অজি শিবিরে প্রথম ধাক্কা স্টুয়ার্ট ব্রডের। আর এক ওপেনার উসমান খোয়াজাকে বোল্ড করেন মার্ক উড। মার্নাস লাবুশেন এবং শততম টেস্টে নামা স্টিভ স্মিথ জুটি গড়ার চেষ্টা করেন। সেট হয়েও বড় ইনিংস এল না। চার বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন মিচেল মার্শের।
মার্শকে ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। যদিও হল না। ব্যক্তিগত ১২ রানে স্লিপে তাঁর ক্যাচ ফসকান জো রুট। এরপর মার্শ তাণ্ডব। ৬ মেরে ৯৯ রানে পৌঁছন। দ্রুত ১ রান নিয়ে মাত্র ১০২ বলেই সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে বাজবল ইনিংস মার্শের। ১১৮ বলে ১১৮ রানে তাঁর ইনিংস থামে। লোয়ার অর্ডারে তেমন অবদান নেই। মার্ক উড ৫ উইকেট এবং ক্রিস ওকস ৩ উইকেট নেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ইতি ২৬৩ রানেই।
ইংল্যান্ডও শুরুটা ভালো করতে পারল না। পরপর দু ওভারে বেন ডাকেট এবং হ্যারি ব্রুককে ফেরান অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট হাতে শতরানের ইনিংসের পর বোলিংয়েও দাপট মার্শের। সেট হওয়া জ্যাক ক্রলিকে ফেরান তিনি। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। জো রুট এবং জনি বেয়ারস্টো দিনের বাকি সময় কাটিয়ে দেওয়ায় নজর দেন। রুট ৪৩ বলে ১৯ এবং বেয়ারস্টো ১৯ বলে ১ রানে ক্রিজে। প্রথম দিনের শেষে ১৯৫ রানে পিছিয়ে ইংল্যান্ড।