ENG vs NZ, ODI: বিশ্বকাপ ফাইনালের পর প্রথম! ওডিআই-তে ফের মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড

Cricket World Cup: শেষ মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে স্কোয়াডে সুযোগ হ্যারি ব্রুকের। এ বার প্রমাণের পালা। ভালো খেলতে পারলে ইংল্যান্ড কোচ ভাবতে বাধ্য হবেন। বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনের জন্য হাতে এখনও ২৮ সেপ্টেম্বর অবধি সুযোগ রয়েছে।

ENG vs NZ, ODI: বিশ্বকাপ ফাইনালের পর প্রথম! ওডিআই-তে ফের মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 9:00 AM

কার্ডিফ: চার বছর। লর্ডসের সেই নাটকীয় ফাইনাল। নির্ধারিত ৫০ ওভারে স্কোর সমান। সুপার ওভারেও টাই। বাউন্ডারি নিয়মে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। হতাশায় মাঠ ছাড়তে হয়েছিল কিউয়ি ক্রিকেটারদের। ইংল্যান্ডের জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেন স্টোকস। জন্মসূত্রে নিউজিল্যান্ডের। ওয়ান ফরম্যাটে অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকস। ভারতে ওয়ান ডে বিশ্বকাপের জন্য অবসর ভেঙে ফিরেছেন। বিশ্বকাপের প্রস্তুতিই লক্ষ্য। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের ওয়ান ডে সিরিজে নামছে ইংল্যান্ড। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপ থেকে বিশ্বকাপ। গত ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর আর এই ফরম্যাটে মুখোমুখি হয়নি ইংল্যান্ড-নিউজিল্যান্ড। এই সিরিজ অবশ্য বিশ্বকাপ ফাইনালের মতোই নাটকীয় হবে এমন প্রত্য়াশা না করাই ভালো। সদ্য দু-দল টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছে। সেই সিরিজের ততটা গুরুত্ব ছিল বলা যায় না। ওয়ান ডে সিরিজে শক্তিশালী দল নিয়ে নামছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তন হতে চলেছে বেন স্টোকসের। জো রুট এই ফরম্যাটে খেলবেন বছরখানেকের বেশি সময় পর। জনি বেয়ারস্টোর ক্ষেত্রেও একই পরিস্থিতি। সব যেন নতুন করে শুরু করছে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড।

দুই শিবিরেই নানা পরীক্ষায় নজর থাকবে। বিশ্বকাপে ১৫ জনের স্কোয়াড। সকলের প্রত্যাশা পূরণ হবে, তা নয়। তেমনই ইংল্যান্ডের প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর প্রশ্ন উঠেছিল হ্য়ারি ব্রুক সুযোগ না পাওয়ায়। গত এক-দেড় বছরে ধারাবাহিক পারফর্ম করেছেন এই তরুণ ক্রিকেটার। গত অগস্টে দল ঘোষণা করে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। বাদ পড়ার পরই দ্য হান্ড্রেড টুর্নামেন্টে ৪২ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু-ম্যাচে অপরাজিত ৪৩ ও ৬৭ রানের ইনিংস খেলেন ব্রুক। শেষ মুহূর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে স্কোয়াডে সুযোগ হ্যারি ব্রুকের। এ বার প্রমাণের পালা। ভালো খেলতে পারলে ইংল্যান্ড কোচ ভাবতে বাধ্য হবেন। বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনের জন্য হাতে এখনও ২৮ সেপ্টেম্বর অবধি সুযোগ রয়েছে।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, বিকেল ৫টা (ভারতীয় সময়)