আমেদাবাদ: প্রথম দুটো টেস্টে দাপট ছিল শুধুই স্পিনারদের। মোতেরায় গোলাপি বলের টেস্টে ছবিটা পাল্টে যাবে। তৃতীয় টেস্টে পেসারদের হাতেই থাকতে পারে টেস্ট জয়ের চাবিকাঠি। এই মুহূর্তে সিরিজ ১-১। এই টেস্ট যে জিতবে, তারাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জায়গা প্রায় নিশ্চিত করে ফেলবে।
আরও পড়ুন: ফিরে দেখায় ইডেনের সেই গোলাপি টেস্ট
বুধবার মোতেরাতে নামার আগে ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ কিন্তু বলে রাখছেন, ‘পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। এটুকু বলতে পারি, আমাদের টিমে সমস্ত মশলা আছে। বল যদি মুভ করে, টেস্টটা কিন্তু জমে যাবে। আর সেটা যদি হয়, আমার ভূমিকাটা কিছুটা হলেও অন্য রকম হবে। আমি সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তৈরি।’
Perfection ? pic.twitter.com/q869C9z6kp
— England Cricket (@englandcricket) February 20, 2021
দিন-রাতের টেস্টে গোলাপি বলের চরিত্র কী হবে, তা অবশ্য বুঝতে পারছেন না কেউই। তবে ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে খারাপ ভাবে হারলেও দারুণ ভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। লিচের কথায়, ‘ফ্লাডলাইটে আমরা ভালো প্র্যাক্টিস করেছি। তবে, আমার দিন-রাতের ম্যাচ খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই। যতটুকু শুনেছি, তাতে ফ্লাডলাইটে ব্যাট করা কঠিন।’
Some hard yards for our quicks in Ahmedabad ? pic.twitter.com/71l8ZB76j1
— England Cricket (@englandcricket) February 19, 2021
পিচে ঘাস থাকবে না, এমনই প্রত্যাশা রেখে এগোচ্ছে ইংল্যান্ড টিম। লিচ বলছেনও, ‘পিচে হয়তো ঘাস একেবারেই থাকবে না। যত দূর মনে হচ্ছে, এতে খুব একটা স্পিন থাকবে না। আমি জানি, পিচ নিয়ে অনেকেই কথা বলছে। আগের ম্যাচটাতে আমরা সর্বস্ব দিয়েই চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। আমেদাবাদে অন্য কিছু করার চেষ্টা করছি।’