IND vs ENG T20 WC: ইংল্যান্ড হার্ডল পেরিয়ে ফাইনালের লক্ষ্যে নামছে ভারত

T20 World Cup 2022: সুপার টুয়েলভে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তার মানে এই নয়, ভারতীয় দল নিখুঁত ক্রিকেট খেলেছে। বিশেষত, টপ অর্ডারের পারফরম্যান্স। লোকেশ রাহুল প্রথম তিন ম্যাচে রান পাননি। রোহিত ছন্দে নেই। ভরসা বিরাট কোহলি, সূর্যকুমার যাদব।

IND vs ENG T20 WC: ইংল্যান্ড হার্ডল পেরিয়ে ফাইনালের লক্ষ্যে নামছে ভারত
Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2022 | 3:39 AM

অ্যাডিলেড : এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) কি স্বপ্নের ফাইনাল হবে? মেলবোর্নে আবারও লক্ষাধিক দর্শক, আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ, ভারতের জয়, বিরাট-রোহিতদের হাতে ট্রফি। লিখতে কিংবা কল্পনা করা অনেকটা সহজ। বাস্তবে নয়। ট্রফির ম্যাচে নামার আগে ‘ইংলিশ চ্যানেল’ পেরোতে হবে ভারতকে (Team India)। আজ অ্যাডিলেডে ইংল্যান্ড হার্ডল পেরোনোর লক্ষ্যেই নামছে ভারত। নিউজিল্যান্ডকে হারিয়ে মেলবোর্নে পৌঁছে গিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ফাইনালে তাঁদের সামনে কে, ফয়সালা আজ। ইংল্যান্ডকে (England) বাদ দিলে, সারা বিশ্বের ক্রিকেট প্রেমীই চাইবেন মেলবোর্নে আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচ হোক। ভারত-পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররাও এমন প্রত্যাশার কথা প্রকাশ করেছেন। দ্বিতীয় সেমিফাইনালের প্রিভিউ তুলে ধরল TV9Bangla

সেমিফাইনালে নামার আগে ইংল্যান্ড শিবিরে চিন্তা চোট। এক্সপ্রেস গতির বোলার মার্ক উড অনবদ্য ছন্দে ছিলেন। ভারতের বিরুদ্ধে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। দ্বিপাক্ষিক সিরিজে ভারত-ইংল্যান্ড বহুবার মুখোমুখি হয়েছে। চেনা প্রতিপক্ষ। এ ছাড়া আইপিএলের সৌজন্যে দুই দলের ক্রিকেটাররাই পরস্পরের শক্তি দুর্বলতা সম্পর্কে জানে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এক দশকের বেশি সময় পর মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্য়ান্ড। সে দিক থেকেও এই ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্ব ক্রিকেটে সংক্ষিপ্ত ফর্ম্যাটে দুই শক্তিশালী দলের লড়াই উপভোগ্য হবে এমনটাই প্রত্যাশিত। অ্যাডিলেড ওভালে কেউ বা হাসি মুখে মাঠ ছাড়বে, কোনও একটি দল অপেক্ষায়। কয়েক মাস আগেই ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। সদ্য নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন জস বাটলার। এখন তিনি অনেক বেশি পরিণত। তাদের বিরুদ্ধে ভারতের লড়াই একেবারেই সহজ হবে না।

সুপার টুয়েলভে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তার মানে এই নয়, ভারতীয় দল নিখুঁত ক্রিকেট খেলেছে। বিশেষত, টপ অর্ডারের পারফরম্যান্স। লোকেশ রাহুল প্রথম তিন ম্যাচে রান পাননি। রোহিত ছন্দে নেই। ভরসা বিরাট কোহলি, সূর্যকুমার যাদব। এশিয়া কাপ থেকেই অনবদ্য ছন্দে বিরাট কোহলি। অ্যাডিলেড তাঁর প্রিয় মাঠ। এখনও অবধি এই মাঠে অপরাজিত বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর উপরও অনেক কিছু নির্ভর করবে। তবে প্রতিপক্ষ শিবিরে আতঙ্কের মূল কারণ সূর্যকুমার যাদব। স্বপ্নের ফর্মে রয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রি। তাঁর শক্তি-দুর্বলতা খুঁজতে ব্যস্ত ইংল্যান্ড শিবির। ভারতীয় শিবিরে সুস্থ মাথাব্যথা ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক। প্রথম চার ম্যাচে খেলেছিলেন কার্তিক। গত ম্যাচে পন্থ। কার্তিক ভরসা দিতে পারেননি। পন্থও না। সেমিফাইনালে কাকে খেলানো হবে, নজর সে দিকেও। তেমনই স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলের পারফরম্যান্সও ভরসা দেওয়ার মতো নয়। লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল স্কোয়াডে থাকলেও খেলানো হয়নি তাঁকে। সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হতে পারে চাহালকে।