SOURAV GANGULY: বাজ়বল তত্ত্ব খাটবে না, সিরিজ জিতবে ভারতই… ভবিষ্যদ্বাণী করে দিলেন সৌরভ
IND vs ENG, Test: সিরিজ শুরুর আগে থেকে কোচ ব্রেন্ডন ম্যাকালামের বাজ়বল তত্ত্ব নিয়ে আলোচনা চলছে। ভারতে নাকি এই বাজ়বল দিয়েই সিরিজ জিততে এসেছে ইংল্যান্ড! সে সম্ভাবনা তেমন নেই বলে মনে করছেন সৌরভ। তাঁর কথায়, 'টেস্ট ক্রিকেটের একটা স্পিডে খেলাকে বাজ়বল বলে। কিন্তু হায়দরাবাদের উইকেটে স্পিন করছে। কোনও ভাবেই সহজ নয় এই উইকেটে বাজ়বল খেলা। ভালো উইকেট হলে সেটা হতে পারত। পাকিস্তানের ফ্ল্যাট উইকেট সম্ভব হয়েছিল। ভারতের মাটিতে সেই সম্ভাবনা ক্ষীণ।'

কলকাতা: বাজ়বল নিয়ে যতই হইচই করুক ইংলিশ মিডিয়া, ভারতে তা কার্যকর ভূমিকা নেবেন না। বরং স্পিন সামলাতে হিমশিম খাবে বেন স্টোকসের টিম। হচ্ছেও তাই। প্রথম ইনিংসে ভারতীয় তিন স্পিনারের বিরুদ্ধে লড়াইও করতে পারেনি ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসেও পরিস্থিতি গড়াচ্ছে সেই দিকেই। সকাল যদি দিনের কথা শোনায়, তা হলে হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট দেখে বলতে হচ্ছে, স্টোকসের টিম সিরিজ জুড়ে বারবার ঝামেলায় পড়বে। সিরিজ কে জিতবে? সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বলে দিলেন, কারা জিতবে সিরিজ?
সৌরভ বললেন, ‘ভারত জিতবে এই সিরিজ। ৪-০ জিতবে, না ৫-০, দেখার অপেক্ষায় আছি। একটা ব্যাপার নিশ্চিত, প্রতিটা টেস্টে ফয়সালা হবেই। হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ড টসে জিতে আগে ব্যাট করেছে। ২৩০-২৪০ রান তুলে ভারতকে হারানো যাবে না। ইংল্যান্ডের কাছে এই সিরিজ কিন্তু অত্য়ন্ত কঠিন। ভারতের মাটিতে অতীতে অস্ট্রেলিয়া ছাড়া আর কেউ সে ভাবে প্রভাব রাখতে পারেনি।’
সিরিজ শুরুর আগে থেকে কোচ ব্রেন্ডন ম্যাকালামের বাজ়বল তত্ত্ব নিয়ে আলোচনা চলছে। ভারতে নাকি এই বাজ়বল দিয়েই সিরিজ জিততে এসেছে ইংল্যান্ড! সে সম্ভাবনা তেমন নেই বলে মনে করছেন সৌরভ। তাঁর কথায়, ‘টেস্ট ক্রিকেটের একটা স্পিডে খেলাকে বাজ়বল বলে। কিন্তু হায়দরাবাদের উইকেটে স্পিন করছে। কোনও ভাবেই সহজ নয় এই উইকেটে বাজ়বল খেলা। ভালো উইকেট হলে সেটা হতে পারত। পাকিস্তানের ফ্ল্যাট উইকেট সম্ভব হয়েছিল। ভারতের মাটিতে সেই সম্ভাবনা ক্ষীণ।’
ব্যক্তিগত কারণে প্রথম দুটো টেস্ট খেলছেন না বিরাট কোহলি। তরুণদের কাছে যা বড় সুযোগ। তা কাজে লাগাতে হবে, বলে দিচ্ছেন সৌরভ। মহারাজ বলছেন, ‘ব্যক্তিগত কারণে খেলছে না, শুনেছি। সেটা কী, তা জানি না। তবে এত লম্বা কেরিয়ারে টেস্ট ম্যাচ তো মিস হবেই। বিরাটের না থাকা কিন্তু তরুণদের কাছে ভালো সুযোগ। যশস্বী ভালো খেলেছে। শুভমনকে ভালো খেলতে হবে। শ্রেয়স আইয়ারকেও ভালো খেলতে হবে। এখন ভারতীয় টিমে প্রতিযোগিতা অনেক বেশি।’
বিরাটের জায়গাটা কে নিতে পারেন? শুভমন গিল ফর্মে নেই। সাদা বলের ক্রিকেটে যতটা ভালো তিনি, টেস্টে সে ভাবে পারফর্ম করতে পারছেন না। যা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। সৌরভ বলে দিলেন, ‘আমার মনে হয়েছে, যশস্বী সব ফর্ম্যটের প্লেয়ার। ঋষভ পন্থও তাই। ও চোট সারিয়ে ফিরলে আবার তিনটে ফর্ম্যাটে খেলবে। এখন ভারতীয় টিমে প্রতিভা প্রচুর। শ্রেয়স, শুভমনদের টেস্টের ধারাটা যত দ্রুত সম্ভব ধরে নিতে হবে। তবে এটাও ঠিক যে, বিরাটের জায়গা এত তাড়াতাড়ি ভরাট হবে না।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের জেতার সম্ভাবনা দেখতে পাচ্ছেন সৌরভ। প্রাক্তন নেতার কথায়, ‘ভারতের বিশ্বকাপ জেতার সুযোগ দারুণ থাকবে। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারত যে হারতে, আশা করিনি। তবে খেলায় এমনটা হতেই পারে। ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকার কন্ডিশন কিন্তু ভারতের মতোই। বাড়তি সুবিধা হবে। বিরাট-রোহিতের অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা উচিত। আইপিএলেরই বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে ভারতের ছেলেদের।’





