Pakistan Cricket : বিশ্বকাপের আগে বিপাকে পাকিস্তান, হঠাৎই দেশ ছাড়লেন সিনিয়র ক্রিকেটার!

মাস দুয়েক পর বাবর আজমের নেতৃত্বে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে পাকিস্তান টিম (Pakistan Cricket Team)। সামনে এশিয়া কাপ। তার আগে এক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন।

Pakistan Cricket : বিশ্বকাপের আগে বিপাকে পাকিস্তান, হঠাৎই দেশ ছাড়লেন সিনিয়র ক্রিকেটার!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 3:24 PM

করাচি : বিশ্বকাপের আগে রীতিমতো ঘর ভেঙে পড়ছে! এতটাই বেসামাল পরিস্থিতি যে, ভারতের মাটিতে বিশ্বকাপে (ICC Cricket World Cup 2023) নামার আগে মনোবল ধরে রাখতে পারবেন কিনা টিমের ক্রিকেটাররা, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। ক্রিকেট তো বটেই, আম-জীবনই পড়েছে সঙ্কটে। আর্থিক, সামাজিক অবস্থা খারাপ হচ্ছে দিনকে দিন। সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন অনেকে। কেউ কেউ সেই বিকল্প রাস্তা খুঁজতে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কোন দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি এমন? পাকিস্তান ছাড়া আর কোন দেশের হতে পারে? আর মাস দুয়েক পর বাবর আজমের নেতৃত্বে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে পাকিস্তান টিম (Pakistan Cricket Team)। সামনে এশিয়া কাপ। তার আগে এক ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন। কী নাম ওই ক্রিকেটারের? কেনই বা তিনি পাকিস্তান ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন? TV9 Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

পাকিস্তান ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নেওয়া নতুন খবর নয়। এর আগে অনেকে দেশ ছেড়ে চলে গিয়েছেন। ফওয়াদ আলমও দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ৩৭ বছরের ক্রিকেটার ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। আমেরিকায় খেলতে দেখা যাবে পাক ক্রিকেটারকে। পাকিস্তানের হয়ে ১৯ টেস্ট, ৩৮ ওয়ান ডে, ২৪ টি-টোয়েন্টি খেলেছেন ফওয়াদ। বাঁ হাতি ব্যাটার ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী টিমের সদস্য ছিলেন। গত বছর জুলাই মাসে পাকিস্তানের হয়ে শেষবার দেখা গিয়েছিল ফওয়াদকে। এর আগে সামি অসলাম, ইমাদ আজম, সেফ বদর, এহসান আদিল, রমিজ রাজা জুনিয়র, শাদ আলি, মুখ্তার আহমেদ, নোমান আনোয়ার, মহম্মদ মহসিনরাও ঘরোয়া ক্রিকেট ছেড়ে আমেরিকায় চলে গিয়েছেন। সেখানেই ক্রিকেট খেলতে দেখা যায় তাঁদের। অবশ্য শুধু পাকিস্তান নয়, ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতা টিমের ক্যাপ্টেন উন্মুক্ত চাঁদও ভারত ছেড়ে আমেরিকায় চলে গিয়েছেন।

ফওয়াদ আলম আমেরিকার মাইনর লিগ টি-টোয়েন্টিতে খেলবেন। শিকাগো কিংসম্যানের হয়ে খেলতে দেখা যাবে পাক ক্রিকেটারকে। ফওয়াদ কুড়ি-বিশের ক্রিকেটে সব মিলিয়ে ১২০টা ম্যাচ খেলেছেন। ২২৫৮ রান রয়েছে তাঁৎ ঝুলিতে। গড় ৩১, ১৩টা হাফসেঞ্চুরি ও ১১৯ স্ট্রাইক রেট। সর্বোচ্চ ৭০। শুধু তাই নয়, বাঁ হাতি স্পিনার হিসেবে এই ফর্ম্যাটে নিয়েছেন ৪৯ উইকেট।