IND vs ENG: হারের ক্ষতে লজ্জার রেকর্ড রোহিত-দ্রাবিড়ের ভারতের!
India vs England 1st Test: ঘরের মাঠে ভারত শেষ টেস্ট হেরেছিল গত বছর বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে। ইন্দোরে স্পিন সহায়ক পিচে নজর কেড়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার টড মার্ফি। তার আগে ঘরের মাঠে ভারতের হার ২০২১ সালে। চেন্নাইতে জো রুটের বিধ্বংসী ইনিংসের কাছে হেরেছিল ভারত। শেষ দুটো হার মিলিয়ে যদি বলা যায়, সেই টড মার্ফির ভূমিকা পালন করলেন ইংল্যান্ডের অভিষেককারী স্পিনার টম হার্টলি এবং রুটের বদলে এ বার ওলি পোপ।

কলকাতা: ঘরের মাঠে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু হল ভারতের। পাঁচ ম্যাচের সিরিজ। হায়দরাবাদে প্রথম টেস্ট শেষ হল চারদিনেই। এই সিরিজ নিয়ে বহু আগে থেকেই নানা আলোচনা-সমালোচনা। ভারতের পিচে আদৌ বাজবল সম্ভব কিনা, এই নিয়ে কম তর্ক হয়নি। বাজবল হয়তো হল না, তাতে ইংল্য়ান্ডের অন্তত কোনও ক্ষতি হয়নি। আনকোরা স্পিনবোলিং লাইন আপ নিয়েও ভারতকে চার দিনেই হারাল বেন স্টোকসের টিম। সঙ্গে লজ্জার রেকর্ডও গড়ল ভারত। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে ভারত শেষ টেস্ট হেরেছিল গত বছর বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে। ইন্দোরে স্পিন সহায়ক পিচে নজর কেড়েছিলেন অস্ট্রেলিয়ার তরুণ স্পিনার টড মার্ফি। তার আগে ঘরের মাঠে ভারতের হার ২০২১ সালে। চেন্নাইতে জো রুটের বিধ্বংসী ইনিংসের কাছে হেরেছিল ভারত। শেষ দুটো হার মিলিয়ে যদি বলা যায়, সেই টড মার্ফির ভূমিকা পালন করলেন ইংল্যান্ডের অভিষেককারী স্পিনার টম হার্টলি এবং রুটের বদলে এ বার ওলি পোপ। দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করেন ওলি পোপ।
এর আগে হায়দরাবাদে দাপট ছিল ভারতেরই। প্রথম বার হায়দরাবাদে টেস্ট হারল ভারত। তবে সবচেয়ে হতাশার রেকর্ড অন্য। প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েছিল ভারতীয় দল। এর আগে ঘরের মাঠে কখনও প্রথম ইনিংসে একশোর ওপর লিড নেওয়ার পরও হারেনি ভারত। এ বার ১৯০ রানের লিড নিয়েও হার। চতুর্থ ইনিংসে ভারতের লক্ষ্য ছিল ২৩১ রান। লোয়ার অর্ডারে অশ্বিন-ভরত জুটি ৫৭ রান যোগ করে। এই দুই উইকেট পড়তেই ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যায়।
অশ্বিন-ভরত ফিরলেও সমর্থকদের প্রত্যাশা বাড়িয়েছেন জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ। বল হাতে বুমরার দাপট দেখা গিয়েছে এই ম্যাচে। ব্যাট হাতেও অসাধ্য সাধনের দিকেই এগচ্ছিলেন। শেষ অবধি সিরাজের উইকেটে ভারতের ইনিংস শেষ হয়। মাত্র ২৮ রানে হার। এখন যেন ভুল এবং টার্নিং পয়েন্ট খোঁজার সময় শুরু।





