Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পন্থের সঙ্গে কোটি টাকার প্রতারণা, অবশেষে পুলিশের জালে প্রাক্তন ক্রিকেটার

Rishabh Pant: কিছু মাস ধরে দিল্লি পুলিশের ব়্যাডারে ছিলেন মৃণাঙ্ক। অবশেষে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা রুজু হলে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে এই প্রতারক। তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে দিল্লি পুলিশ। এরপর দেশ ছাড়াতে গিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসারদের হাতে ধরা পড়েন তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করে দিল্লি চাণক্যপুরি থানার পুলিশ।

পন্থের সঙ্গে কোটি টাকার প্রতারণা, অবশেষে পুলিশের জালে প্রাক্তন ক্রিকেটার
পন্থের সঙ্গে কোটি টাকার প্রতারণা, অবশেষে পুলিশের জালে প্রাক্তন ক্রিকেটার
Follow Us:
| Updated on: Dec 28, 2023 | 11:35 AM

নয়াদিল্লি: ২৫ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে হরিয়ানার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার মৃণাঙ্ক সিংয়ের বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে দিল্লির চাণক্যপুরি থানার পুলিশ এই ক্রিকেটারকে গ্রেফতার করেছে। হোটেল তাজ প্যালেসের সঙ্গে ৫.৫৩ লক্ষ টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ। জাতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটারও এই প্রতারকের শিকার হয়েছিলেন। কীভাবে এই ব্যক্তি দ্বারা প্রতারিত হয়েছিলেন ঋষভ? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

একাধিক অভিযোগের ভিত্তিতে বড়দিনে মৃণাঙ্ককে গ্রেফতার করেছে রাজধানী পুলিশ। গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ অর্থের প্রতারণা করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুসারে, তাজ প্যালেস হোটেলের সঙ্গে ৫,৫৩,০০০ টাকার কারচুপি করেছেন তিনি। ৭ দিন হোটেলে থেকে বিল মেটাননি। সেই সময় হোটেল কর্তৃপক্ষকে তিনি জানান, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলকে প্রতিনিধিত্ব করছেন তিনি। আদতে সবটাই ছিল মিথ্যা। ২০২১ সালে এই প্রতারকের খপ্পরে পড়েছিলেন ঋষভ পন্থও। পুলিশের দাবি,ঋষভকে এই প্রতারক মৃণাঙ্ক বলেছিলেন যে তিনি দামি ঘড়ি এবং গয়না কেনাবেচা করেন। তাঁর কথায় বিশ্বাস করে পন্থ নিজের একটি দামি ঘড়ি বিক্রি করে দেন। পন্থকে ১.৬ কোটি টাকার চেক দিলেও তা বাউন্স করে। সে সময় পন্থ পুলিশে অভিযোগ জানালেও শেষমেশ সেই কেসের কোনও কিনারা করা যায়নি।

কিছু মাস ধরে দিল্লি পুলিশের ব়্যাডারে ছিলেন মৃণাঙ্ক। অবশেষে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা রুজু হলে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে এই প্রতারক। তাঁর বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করে দিল্লি পুলিশ। এরপর দেশ ছাড়াতে গিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসারদের হাতে ধরা পড়েন তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করে দিল্লি চাণক্যপুরি থানার পুলিশ।