AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: এক্সপ্রেস গতির পেসার কোথায় হারিয়ে গেল? প্রশ্ন প্রাক্তন ওপেনারের

Indian Speed Star: শোয়েব আখতার, ব্রেট লি-দের সঙ্গে তুলনা শুরু হত। দেশের জার্সিতে ১০টি ওডিআই খেলেছেন উমরান মালিক। উইকেট নিয়েছেন ১৩টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৮টি। ১১ উইকেট নিলেও ইকোনমি ১০-এর ওপর। আইপিএলে ২৫ ম্যাচে ১৫ উইকেট। ইকোনমি ৯-এর কিছুটা বেশি। তাঁর গতি যে কোনও প্রতিপক্ষকেই চমকে দেওয়ার মতো। ভালো প্রশিক্ষণ পেলে ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারতেন।

Indian Cricket: এক্সপ্রেস গতির পেসার কোথায় হারিয়ে গেল? প্রশ্ন প্রাক্তন ওপেনারের
Image Credit: X
| Updated on: Jan 10, 2024 | 7:00 AM
Share

কলকাতা: একটা সময় ভারতীয় পেস বোলিংয়ের রিজার্ভ বেঞ্চ অনেকটাই শক্তিশালী ছিল। গত অস্ট্রেলিয়া সফরের কথাই ধরা যাক। দিন-রাতের গোলাপি টেস্টে হার। সেখান থেকে সিরিজ জিতে ফিরেছিল ভারত। শেষ ম্যাচে অনভিজ্ঞ পেস বোলিং আক্রমণ খেলাতে বাধ্য হয়েছিল ভারতীয় দল। তারপরও সিরিজ জিতেই ফিরেছিল। তেমনই একটা সময় হইচই পড়ে গিয়েছিল এক্সপ্রেস গতির এক বোলারকে নিয়ে। ১৫৫ কিমি/ঘণ্টাতেও বোলিং করতে পারতেন। স্বাভাবিক ভাবেই তাঁকে শোয়েব আখতার, ব্রেট লি-দের সঙ্গে তুলনা শুরু হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পান। সেখানে ভালো পারফর্ম করায় জাতীয় দলেও। কিন্তু হঠাৎই হারিয়ে গেলেন যেন! প্রশ্ন তুলছেন ভারতের প্রাক্তন ক্রিকেটারও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দেশের জার্সিতে ১০টি ওডিআই খেলেছেন উমরান মালিক। উইকেট নিয়েছেন ১৩টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৮টি। ১১ উইকেট নিলেও ইকোনমি ১০-এর ওপর। আইপিএলে ২৫ ম্যাচে ১৫ উইকেট। ইকোনমি ৯-এর কিছুটা বেশি। তাঁর গতি যে কোনও প্রতিপক্ষকেই চমকে দেওয়ার মতো। ভালো প্রশিক্ষণ পেলে ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারতেন।

আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিনিয়র পেসাররা বিশ্রামে। যদিও স্কোয়াডে সুযোগ হয়নি উমরান মালিকের। হঠাৎ যেন উধাও হয়ে গিয়েছেন। এমনকি ভারত এ দলেও নেই দীর্ঘ সময়। যা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। ভারতের প্রাক্তন ক্রিকেটার বলছেন, ‘তিন মাসের মধ্যে কী এমন হয়ে গেল! একজন তরুণ ক্রিকেটারকে দলে নেওয়া হল, সীমিত সুযোগ পেল, তারপর হঠাৎ হারিয়েই গেল? এমনকি আমরা এটাও জানি না, ও এখন আছে কোথায়। এ বিষয়ে স্বচ্ছতা থাকলে ভালো হত।’