
কলকাতা: মধ্যপ্রদেশের বিরুদ্ধে ডান হাতে চোট পেয়েছিলেন। কেউ ভাবেননি, ক্রিকেটার আবার ব্যাট করতে নামবেন। নেমেছিলেন তো বটেই, নিজের চোট পাওয়া হাত আড়াল করার জন্য ডান হাতের বদলে বাঁ হাতে ব্যাট করেছিলেন। হনুমা বিহারী এমনই ফাইটার ক্রিকেটার। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করা ছাড়েন না। সেই তিনিই যে ‘রাজনীতি’র শিকার, তা এ বার খোলসা করে দিলেন সোশ্যাল মিডিয়ায়। রাঁচি টেস্ট জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ৩-১ এগিয়ে গিয়েছে রোহিত শর্মার ভারত। তখনই এমন বিস্ফোরক মন্তব্য করে বসলেন হনুমা। অবশ্য় ১৬ টেস্ট খেলা অন্ধ্রপ্রদেশের ক্রিকেটারের রাগ ভারতীয় টিম নিয়ে নয়। খোদ রঞ্জি টিমের বিরুদ্ধেই উগড় দিয়েছেন ক্ষোভ। কেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
সোমবারই রঞ্জির কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে মাত্র ৪ হেরেছে অন্ধ্রপ্রদেশ। তার পরই সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক খোলা চিঠি পোস্ট করেছেন হনুমা। এই ঘটনার সূত্রপাত রঞ্জির প্রথম ম্যাচে, বাংলার বিরুদ্ধে। ওই ম্যাচে ক্যাপ্টেন ছিলেন হনুমাই। কিন্তু টিমের এক ক্রিকেটার অভিযোগ করেছিলেন, হনুমা তাঁকে গালিগালাজ করেছেন। যার পর ক্যাপ্টেন্সি ছেড়ে দেন হনুমা। মরসুম শেষ হতেই ফাঁস করে দিলেন আসল কারণ।
হনুমার কথায়, ‘বাংলার বিরুদ্ধে আমি প্রথম ম্যাচে ক্যাপ্টেন ছিলাম। খেলার সময় নাকি ১৭তম সদস্যকে আমি গালিগালাজ করেছি। ওই সদস্য সংস্থার কাছে অভিযোগও করে। আমাকে নেতৃত্ব ছাড়তে নির্দেশ দেয় সংস্থা। আমি ওই প্লেয়ারকে ব্যক্তিগত ভাবে কোনও কথাই বলিনি। কিন্তু কর্তাদের মনে হয়েছে, ওই প্লেয়ার খুব গুরুত্বপূর্ণ। আমি যে গত বছর চোট পাওয়া সত্ত্বেও টিমের কথা ভেবে মাঠে নেমে খেললাম, তার কোনও গুরুত্ব থাকল না। ওই ক্রিকেটারের বাবা রাজনীতিক। ছেলের অভিযোগ শুনে ওর বাবা কর্তাদের ফোন করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে।’
The whole team knows! ❤️ pic.twitter.com/l5dFkmjGN9
— Hanuma vihari (@Hanumavihari) February 26, 2024
ঘটনা এখানেই শেষ নয়। ক্ষুব্ধ হনুমা বলে দিয়েছেন, ‘যে টিমের জন্য সর্বস্ব দিয়েছি, তারাই যখন আমার কথা ভাবল না, সম্মান দিল না, তখন আর ওই টিমের হয়ে খেলব না।’ হনুমার অভিযোগ নড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট মহলকে। অনেকেই এ নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন। অন্ধ্রপ্রদেশ টিমেও দেখা গিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। পুরো দল চিঠি জমা করেছে অন্ধ্রপ্রদেশ ক্রিকেট সংস্থায়, তাতে ক্রিকেটাররা বলেছেন, হনুমাকেই ক্যাপ্টেন হিসেবে চাই আমরা। যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে, তা একেবারেই ভিত্তিহীন।