মুম্বই: ওয়ান ডে ফর্ম্যাটে টানা ব্যর্থতা। প্রথম ওয়ান ডে-তে বোর্ডে ২৮০-র ওপর রান নিয়েও জিততে পারেনি ভারত। দ্বিতীয় ওয়ান ডে-তে ২৫৯ রান তাড়া করতে নেমে হার। অথচ ইনিংসে একজনেরই স্কোর ৯৬! আর একজন ৪৪। এর পরও জেতা যাবে না! প্রথম ম্যাচে এত বড় রানের পুঁজি নিয়েও ডুবিয়েছিল ফিল্ডিং। দ্বিতীয় ওয়ান ডে-তে হারের কারণ কী? খেলায় হার-জিত থাকে। তবে এমন ম্যাচ হারলে বিশ্বকাপ জেতার স্বপ্ন না দেখাই যেন শ্রেয়। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ সালে ওয়ান ডে বিশ্বকাপ। তার প্রস্তুতি নিতে গেলে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে এমন ম্যাচে হারাতেই হবে। দলের শক্তি প্রমাণের এটাই তো আসল সময়! কী বলছেন ভারত অধিনায়ক? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম ওয়ান ডে-তে চোটের কারণে স্মৃতি মান্ধানাকে পাওয়া যায়নি। তা সত্ত্বেও ভারতীয় ব্যাটিং বড় স্কোর গড়েছিল। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে লক্ষ্যটা মাত্র ২৫৯ রান। একাদশে ছিলেন স্মৃতি। রয়েছেন হরমনপ্রীত কৌরের মতো তারকা ব্যাটার। প্রয়োজনের সময় জ্বলে উঠতে ব্যর্থ অধিনায়ক। স্মৃতি এবং জেমাইমার সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন রিচা ঘোষ। তিনি আউট হতেই ভারতের লড়াইও যেন শেষ। মাত্র ৩ রানে হার। সঙ্গে সিরিজও খোয়াতে হয়েছে।
ম্যাচ শেষে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলকে ৩০০-র নীচে আটকে রাখা সবসময়ই ইতিবাচক দিক। আমরাও জানি, এই রানটা তাড়া করতে পারতাম। কিন্তু মাঝের ওভারে সচেতনতার অভাবেই পারলাম না।’ অধিনায়ক নিজেকেও দায়ী করতে পারেন। যদিও সরাসরি তেমন কিছু বলেননি। রিচার সঙ্গে ক্রিজে টিকে থাকলে, ম্যাচ আরও গভীরে নিলে, হাতে উইকেট থাকতো, চাপও বাড়তো না। ওভারে ৫ রান করে তুললেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই থাকতো।
ভারতীয় দলের দায়িত্ব নিয়ে কোচ অমোল মুজুমদার যতই বলুন, ফিল্ডিংয়ের সঙ্গে আপোষ করা হবে না, সাতটি ক্যাচ ফসকেছে ভারত! অধিনায়ক অবশ্য একে ‘খেলার অংশ’ বলেই এড়িয়ে গেলেন। ব্যাটিং বিভাগকে যাবতীয় দায় দিয়ে বলছেন, ‘আমরা খুবই ভালো বোলিং করেছি। অনেক ইতিবাচক দিক রয়েছে। ম্যাচ হারলেও আমরা ভালো খেলেছি। রিচা অনবদ্য একটা ইনিংস খেলল। জেমিও ওকে দারুণ ভাবে সাহায্য করেছে। রান তাড়ায় আর একটু সচেতনতা দেখালে…। তবে দলের পারফরম্যান্সে আমি গর্বিত।’