Fab Four: ফ্যাব ফোর কি এখন ফ্যাব টু-তেই দাঁড়িয়েছে?
Virat Kohli-Kane Williamson: সামনেই ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। বিরাটের কাছে সুযোগ প্রত্যাবর্তনের। না পারলে, ফ্যাব টু-এরই যেন রাজত্ব চলবে আরও কিছুদিন। হয়তো আরও কয়েক মাস কিংবা বছর!

ফ্যাব ফোর। বিশ্ব ক্রিকেটে অতি পরিচিত দুটো শব্দ। বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট, স্টিভ স্মিথ। এখন কি আদৌ ফ্যাব ফোর রয়েছে? প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ক্রিকেটের সনাতনী ফরম্যাট দিয়েই না বিচার করা যাক! কয়েক বছর আগেও এই ফরম্যাটে দাপট ছিল ফ্যাব ফোরের। একটা সুস্থ প্রতিযোগিতা ছিল। একে অপরকে ছাপিয়ে যাওয়া উপভোগ করতেন ক্রিকেট প্রেমীরা। কে সেরা, বেছে নেওয়া কঠিন ছিল। তাই ফ্যাব ফোরই হয়ে উঠেছিল প্রিয়। কিন্তু এখন? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কয়েক বছর আগে ফেরা যাক। ২০১৮-২০১৯ মরসুম। অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় দল। পার্থে সিরিজের দ্বিতীয় টেস্ট অবধি ফ্যাব ফোরের পরিসংখ্যান দেখে নেওয়া যাক। সে সময় ৭৫ ম্যাচে বিরাট কোহলির রান ৬৫০৮। জো রুট ৭৭ ম্যাচে সমসংখ্যক রান। স্টিভ স্মিথ ৬৪ ম্যাচে ৬১৯৯ এবং কেন উইলিয়ামসন ৬৯ ম্যাচে ৫৮১৫। আর শতরানের সংখ্যা! বিরাট কোহলি সে সময় ২৫টি শতরানে, রুট ১৫, স্মিথ ২৩ এবং কেন উইলিয়ামসন ১৯ শতরান করেছিলেন।
এ বার আসা যাক আর একটি পরিসংখ্যানে। ২০২১ সালের শুরু। শতরানের সংখ্যায় ফ্যাব ফোরের মধ্যে শীর্ষে বিরাট কোহলি। তাঁর সে সময় শতরানের সংখ্যা ২৭। স্টিভ স্মিথ ২৬, কেন উইলিয়ামসন ২৪ এবং জো রুট মাত্র ১৭। হঠাৎই যেন ফ্যাব ফোরের দু-জন হারিয়ে গেলেন। বিরাট কোহলি এবং কেন উইলিয়ামসন। দ্বিতীয় জন চোট সমস্যায় জর্জরিত। বিরাট কোহলি প্রায় আড়াই বছর সেঞ্চুরির মুখ দেখেননি। গত বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষ সেঞ্চুরি। ২০২১ এর শুরু আর আজকের দিনে আকাশ পাতাল তফাৎ।
চলছে অ্যাসেজ সিরিজ। এজবাস্টনে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন জো রুট। লর্ডস টেস্টে সেঞ্চুরি স্টিভ স্মিথের। সব মিলিয়ে ৩২টি সেঞ্চুরি। এরপরই রয়েছেন জো রুট। তাঁর শতরানের সংখ্যা ৩০। বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন, দুজনেরই টেস্ট শতরান ২৮। এই চারজনের মধ্যে সবচেয়ে কম টেস্টে বেশি শতরান স্মিথের। লর্ডসে ৯৯ তম টেস্ট খেলছেন স্মিথ। জো রুট খেলছেন ১৩২তম টেস্ট। তবে গত কয়েক বছরের এই উত্থানে যেন মনে হয়, ফ্যাব ফোর এখন শুধুই ফ্যাব টু। আর তাঁরা হলেন জো রুট ও স্টিভ স্মিথ।
সামনেই ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। বিরাটের কাছে সুযোগ প্রত্যাবর্তনের। না পারলে, ফ্যাব টু-এরই যেন রাজত্ব চলবে আরও কিছুদিন। হয়তো আরও কয়েক মাস কিংবা বছর!





