আইপিএল থেকে সরে দাঁড়ালেন হ্যাজেলউড
আইপিএল (IPL) খেলার জন্য বাকি অজি ক্রিকেটারদের সঙ্গে ভারতে এসেছিলেন জোস হ্যাজেলউড (Josh Hazlewood)। আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংসে (CSK) যোগও দেন। আইপিএল (IPL) থেকে সরে দাঁড়ানোর পর তিনি বলেন, 'টানা ১০ মাস কোয়ারান্টিন আর জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলা খুব দুষ্কর। তাই টানা ম্যাচ খেলার ধকল এড়াইতেই ক্রিকেট থেকে সাময়িক সরে দাঁড়ালাম। এই ২ মাস বাড়িতে সময় কাটাতে চাই।'
মেলবোর্ন: আইপিএল থেকে সরে দাঁড়ালেন চেন্নাই সুপার কিংসের অস্ট্রেলিয়ান পেস বোলার জোস হ্যাজেলউড। টানা ম্যাচ খেলার ধকল থেকে রেহাই পেতেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর। আইপিএলের পরই অ্যাসেজ এবং টি-২০ বিশ্বকাপ রয়েছে। জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করতেই আইপিএল না খেলার সিদ্ধান্ত হ্যাজেলউডের।
আরও পড়ুন: অনামী দলের কাছে হার জার্মানির
আইপিএল (IPL) খেলার জন্য বাকি অজি ক্রিকেটারদের সঙ্গে ভারতে এসেছিলেন জোস হ্যাজেলউড (Josh Hazlewood)। আইপিএলে তাঁর দল চেন্নাই সুপার কিংসে (CSK) যোগও দেন। আইপিএল (IPL) থেকে সরে দাঁড়ানোর পর তিনি বলেন, ‘টানা ১০ মাস কোয়ারান্টিন আর জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলা খুব দুষ্কর। তাই টানা ম্যাচ খেলার ধকল এড়াইতেই ক্রিকেট থেকে সাময়িক সরে দাঁড়ালাম। এই ২ মাস বাড়িতে সময় কাটাতে চাই। জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দিতে মানসিক এবং শারীরিক ভাবে ফিট থাকতে হবে।’
Exclusive: Josh Hazlewood has withdrawn from his #IPL stint with @ChennaiIPL & hopes to be playing the #SheffieldShield final in a fortnight | @samuelfez https://t.co/y9ZcYGH6li pic.twitter.com/d3fcALQPyv
— cricket.com.au (@cricketcomau) March 31, 2021
দুবাইয়ে গত আইপিএলে সিএসকের হয়ে মাত্র ৩টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন ৩০ বছরের এই ডান হাতি পেসার। অস্ট্রেলিয়ার জোস ফিলিপ এবং মিচেল মার্শও আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। এ দিকে সিএসকের নেটে চেতেশ্বর পূজারার ছয় মারার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। অনেকেই ঠাট্টা করে বলছেন, নেটে পূজারাকে বল না করার জন্য আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন হ্যাজেলউড।