মুম্বই: আজ সারা দেশে পালন হচ্ছে হিন্দি দিবস। ১৪ সেপ্টেম্বর ভারত তো বটেই, দেশের বাইরে যে মানুষ রয়েছেন, তাঁরা এই দিনটিকে অত্যন্ত গুরুত্ব দেন। ১৯৪৯ সালে ১৪ সেপ্টেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেন। তার পর থেকে দেশ জুড়ে হিন্দির গুরুত্ব বেড়ে যায় অনেকখানি। এই হিন্দি দিবসেই ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর করলেন মজার প্রশ্ন। টুইটারে তাঁর এই প্রশ্ন ঘিরে প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকেই। TV9Bangla Sportsএ বিস্তারিত।
হিন্দি দিবস উপলক্ষ্যে সচিন খুব সাদামাঠা প্রশ্ন করেছেন। মাস্টাব্লাস্টারের টুইট, ‘আপনারা কি আমাকে বলতে পারবেন, যে চারটে শব্দ আমি দিয়েছি, তার হিন্দি প্রতিশব্দ কী হতে পারে?’ কী সেই চারটে শব্দ? আম্পায়ার, উইকেটকিপার, ফিল্ডার, হেলমেট। এতে মজার মজার উত্তর এসেছে। আম্পায়ারের হিন্দি হিসেবে কেউ লিখেছেন অধিনির্ণায়ক, কেউ লিখেছেন মধ্যস্থ। উইকেট কিপারকে বলা হয়েছে ফটকি, ফিল্ডারকে ক্ষেত্ররক্ষক আর হেলমেটকে শিরস্থান।
क्या आप मुझे बता सकते हैं, नीचे दिए गए क्रिकेट के शब्दों को हिंदी में क्या कहते हैं?
1. Umpire
2. Wicket-keeper
3. Fielder
4. Helmet#हिंदी_दिवस
— Sachin Tendulkar (@sachin_rt) September 14, 2023
এমন সব বিশেষ দিনে সচিন মজার টুইট এর আগেও করেছেন। এ বারের টুইট অবশ্য় আরও বেশি মজার। সচিনের প্রশ্ন দেখে কেউ কেউ হেসেও ফেলেছেন। কেউ কেউ আবার এও লিখেছেন, ক্রিকেটের হিন্দি যদি কারও না জানা থাকে তা হলে বলে দিই। গোলগট্টম লকড় পট্টম দে দনাদন। সচিন আপনি ক্রিকেটের হিন্দি খুব ভালো করে জানেন, কেরিয়ার জুড়ে তো দে দনা দন চালিয়েছেন। কেউ আবার সচিনকেই পাল্টা জিজ্ঞেস করেছেন, ‘আচ্ছা সচিন স্যার ব্যাটের গ্রিপের হিন্দি বলতে পারবেন?’ সব মিলিয়ে হাজারেরও বেশি মানুষ সচিনের টুইটারের রিপ্লাই দিয়েছেন।