SA vs AUS, Semi-Final: ছুটছেন তো, খেলবেন কি? দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে নিয়ে প্রশ্ন

South Africa vs Australia ICC world Cup 2023: বোলিং কম্বিনেশন নিয়ে ভাবতে বিন্দুমাত্র কেন সময় নিচ্ছেন না বাভুমা? উত্তর খুঁজতে গেলে তো ১০ দিন পিছিয়ে যেতে হবে এই ইডেনেই। ভারতের বিরুদ্ধে ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে রবীন্দ্র জাডেজার ৫ উইকেট। কুলদীপ যাদবের ২। দক্ষিণ আফ্রিকার ৭ ব্যাটারকেই প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন স্পিনাররা। ইডেনে বল বনবন করে ঘুরবে, আগাম বুঝতে পারছেন বাভুমা। অতীতের লজ্জা নাকি ক্রিকেট দর্শন থেকে!

SA vs AUS, Semi-Final: ছুটছেন তো, খেলবেন কি? দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে নিয়ে প্রশ্ন
ছুটছেন তো বটে, সেমিফাইনালে খেলবেন কি? দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমার ফিটনেস নিয়ে প্রশ্ন। ছবি: রাহুল সাধুখাঁImage Credit source: OWN Photograph
Follow Us:
| Edited By: | Updated on: Nov 15, 2023 | 3:58 PM

রক্তিম ঘোষ

কলকাতা: সেমিফাইনালের মতো হাইভোল্টেজ ম্যাচ। যে দুটো দল মুখোমুখি হয়, তাদের অধিনায়করা প্রাণপণ চেষ্টা চালিয়ে যান দলের দুর্বলতা ঢেকে শক্তি জাহির করতে। অন্তত ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এমনই দেখা যায়। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাঁটলেন একদম উল্টো রাস্তায়। সেমিফাইনালের মতো দ্বৈরথের আগে ভরা প্রেস কনফারেন্স রুমে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার ঘোষণা, ‘আমি ১০০ শতাংশ ফিট নই, ম্যাচের আগে জানাব চূড়ান্ত সিদ্ধান্ত!’ দলের অধিনায়ক ম্যাচের ২৪ঘন্টা আগে এই দুঃসংবাদ শোনালেন কেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত কয়েকদিন ধরেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন বাভুমা। মঙ্গলবার ছাড়া ব্যাট হাতে দীর্ঘ অনুশীলনেও দেখা যায়নি দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে। ম্যাচের ঠিক আগে আবার শোনালেন দুঃসংবাদ-‘আমি ১০০ শতাংশ ফিট নই, ম্যাচের আগে জানাব চূড়ান্ত সিদ্ধান্ত!’ স্টপগ্যাপ অধিনায়ক কি বৃহস্পতিবারের ম্যাচে থাকবেন দক্ষিণ আফ্রিকার দায়িত্বে? আবার ডিফেন্সিভ বাভুমা। জানালেন, ‘আমি এখনও রিহ্যাব করছি। আজও রিহ্যাব করব। ‘ আসলে বাভুমা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মাঠে নামার। ঠিক যেমন চেষ্টা চালাচ্ছেন রানে ফেরার। তবে তিনি খেলবেন কি খেলবেন না, এই নিয়ে নিজের সংশয় থাকলেও, ক্যাপ্টেন বাভুমার নিজের একাদশ সাজানো নিয়ে কোনও সংশয় নেই। প্রশ্ন শেষ হতে না হতেই উত্তর, ‘যা পিচ, দুজন স্পিনার খেলাবোই। সঙ্গে ৩ পেসার খেলবে।’

বোলিং কম্বিনেশন নিয়ে ভাবতে বিন্দুমাত্র কেন সময় নিচ্ছেন না বাভুমা? উত্তর খুঁজতে গেলে তো ১০ দিন পিছিয়ে যেতে হবে এই ইডেনেই। ভারতের বিরুদ্ধে ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে রবীন্দ্র জাডেজার ৫ উইকেট। কুলদীপ যাদবের ২। দক্ষিণ আফ্রিকার ৭ ব্যাটারকেই প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন স্পিনাররা। তাই ইডেনে বল যে বনবন করে ঘুরবে, তা আগাম বুঝতে পারছেন বাভুমা। অতীতের লজ্জা থেকে নাকি ক্রিকেট দর্শন থেকে!

বোলিং কম্বিনেশন নিয়ে এত আত্মবিশ্বাসী কী করে বাভুমা? প্রথমটার সম্ভাবনাই বেশি। কারণ, ৮৩ রানে অলআউট হওয়া কী ভাবে তাড়া করছে দক্ষিণ আফ্রিকাকে, তা গত দুদিনের অনুশীলন দেখলেই স্পষ্ট। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার নেটে শুধুই স্পিনার! বাভুমা তো বলেই দিলেন-‘দেখে মনে হয়েছে এটা স্পিনারদের উইকেট। আমরা স্পিনের বিরুদ্ধে অস্বস্তিতে পড়ি না। একটা ম্যাচ দিয়ে প্লিজ, বিচার করবেন না। আফগানিস্তানের বিরুদ্ধেও আমাদের স্পিনারদের বিরুদ্ধে লড়াই ছিল। সেই ম্যাচে আমরা কিন্তু শেষ হাসি হেসেছিলাম।’

কিন্তু বিপক্ষ দলে যে অ্যাডাম জাম্পার মতো স্পিনার। যিনি এই বিশ্বকাপে অন্যতম সফল স্পিনারের একজন। অস্ট্রেলিয়া প্রসঙ্গ উঠতেই, সতর্ক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। বললেন, ‘আমাদের ফাইনালে দেখছে অনেকেই। ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে আমাদের নিয়ে। সঙ্গে রয়েছে দেশের মানুষের উচ্চাশাও। মাথায় রাখতে হবে, আমরা সেমিফাইনালে কোনও মিকি মাউস দলের বিরুদ্ধে খেলছি না। দলটার নাম মাথায় রাখতে হবে। অস্ট্রেলিয়া।’

ক্যাঙারুরা ইঁদুর নয়, এটা বাভুমার কথাতেই স্পষ্ট। কিন্তু দক্ষিণ আফ্রিকার থেকে লক্ষ্মীবারের ইডেন কি শুনতে পারবে আফ্রিকান ক্রিকেটের গর্জন?

৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
৭টা ফর্মুলা মেনে চললেই ভোটে বারবার জিতে ফেরা কেউ আটকাতে পারবে না
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
চক-ডাস্টার কেনার পয়সাও নেই! এভাবেই চলছে স্কুল
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
জার্মানির মাটিতে News9 Global Summit, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরে
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
বিয়ে ভাঙার সিদ্ধান্ত এআর রহমানের, মানসিক ভাবে বিপর্যস্ত গায়কের স্ত্রী
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
Moonmoon Sen: পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেববর্মা
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
কার্তিক পুজোর এক ইতিহাস বর্তমান কাটোয়ার অলি-গলিতে
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
শিয়ালদহ আদালত সঞ্জয়, পুলিশর কাণ্ডকারখানায় ফিরল কুণাল ঘোষের স্মৃতি!
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
সুশান্ত ঘোষের উপর হামলা, শাসকদলের গোষ্ঠীকোন্দলকেই দায়ী করলেন শমীক
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
২০২৬-এর ভবিষ্যদ্বাণী কল্যাণের, শুনেই সুর চড়ালেন সুকান্ত-অধীর-সৃজন
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা প্রসঙ্গে মুখে কুলুপ কুণাল ঘোষের?