Virat Kohli: বিশ্বকাপের ফাইনালে হারের পর এই প্রথম মুখ খুললেন বিরাট
IND vs SA, Virat Kohli: একটাই স্বস্তির খবর, প্রথম টেস্ট শুরুর আগেই টিমের সঙ্গে যোগ দেবেন ভিকে। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পর এই প্রথম দেশের হয়ে মাঠে নামবেন বিরাট। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা ক্রিকেটারকে নিয়ে আগ্রহও রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে মুখ খুললেন বিরাট। কী বললেন তিনি?
মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু ২৬ ডিসেম্বর। বক্সিং ডে টেস্টের আগে রোহিত শর্মার টিম প্রস্তুতি নিচ্ছে শেষবেলার। তার ঠিক আগেই চাপে পড়ে গিয়েছে ভারত। হঠাৎই টিম ছাড়তে হয়েছে বিরাট কোহলিকে। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। কেউ বলছেন, তিনি লন্ডন গিয়েছেন স্ত্রীকে ডাক্তার দেখাতে। কেউ আবার বলছেন, দেশে ফিরে এসেছেন বিরাট। তবে একটাই স্বস্তির খবর, প্রথম টেস্ট শুরুর আগেই টিমের সঙ্গে যোগ দেবেন ভিকে। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পর এই প্রথম দেশের হয়ে মাঠে নামবেন বিরাট। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা ক্রিকেটারকে নিয়ে আগ্রহও রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে মুখ খুললেন বিরাট। কী বললেন তিনি? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিরাট কী ভাবছেন সিরিজ নিয়ে? তাঁর কথায়, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব কিছুর উর্ধ্বে। এটাই ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, সব কিছু। চার-পাঁচ দিনের একটা ম্যাচের পর একদম অন্য রকম দিকে পৌঁছে যায় সবাই। যা যা এতদিন জেনে-বুঝে এসেছি আমরা, তার থেকে সম্পূর্ণ অন্য রকম অনুভব। ব্যক্তিগত ভাবে হোক আর টিমের অংশ হিসেবে, একটা দীর্ঘ ইনিংস খেলতে পারলে, একটা টেস্ট ম্যাচ জিততে পারলে দারুণ অনুভূতি হয়। সাদা পোশাক পরে যখন খেলি, তখন আমিও ওই রকম পুরাতনপন্থী হয়ে উঠি। সত্যি বলতে কী, টেস্ট ক্রিকেট খেলাটাই সব। ১০০ বেশি টেস্ট খেলতে পেরেছি, এর থেকে বড় সম্মান আর কী হতে পারে! টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখেছিলাম। সেটা সত্যি হয়েছে।’
ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর এই প্রথম মুখ খুললেন বিরাট। যদিও ফাইনালে হার কিংবা অন্য কোনও বিষয় নিয়ে আর কথা বলতে চান না তিনি। আপাতত তাঁর পুরো ফোকাস টেস্ট সিরিজে। প্রোটিয়াদের বিরুদ্ধে এই সিরিজে জিততে পারলে ইতিহাস তৈরি করবে ভারত। একমাত্র দক্ষিণ আফ্রিকাই এখনও অপরাজিত থেকে গিয়েছে ভারতের কাছে। এ বার সেই স্বাদও পেতে চাইছেন বিরাট।