IPL 2024, Robin Minz: ছেলের খোঁজে ধোনির কোচ, ‘পাত্তাই’ দেননি রবিনের মা!

IPL 2024, Gujarat Titans: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। গত আইপিএলে রানার্স। সেই গুজরাট টাইটান্সে খেলতে দেখা যাবে ঝাড়খণ্ডের রবিন মিঞ্জকে। তাঁকে ৩.৬ কোটিতে নিয়েছে টাইটান্স। 'ঝাড়খণ্ডের ক্রিস গেইল' হিসেবে পরিচিত রবিন। তাঁকে নিতে ঝাঁপিয়েছিল চার ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। শেষ অবধি তাঁকে নেয় টাইটান্স।

IPL 2024, Robin Minz: ছেলের খোঁজে ধোনির কোচ, পাত্তাই দেননি রবিনের মা!
Image Credit source: X

Dec 26, 2023 | 10:00 AM

কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনে নানা চমক দেখা গিয়েছে। আইপিএলের নিলামে রেকর্ডও হয়েছে। মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অস্ট্রেলিয়ার আর এক পেসার তথা অধিনায়ক প্যাট কামিন্সও ২০ কোটির ওপর দর পেয়েছেন। তেমনই নজর ছিল একেবারেই অচেনা মুখের দিকেও। এমনই একজন রবিন মিঞ্জ। প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে আইপিএলে রবিন। যদিও এই জায়গায় আসাই হত না তাঁর! রবিনের মা শুনিয়েছেন সেই গল্পই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক মরসুমেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। গত আইপিএলে রানার্স। সেই গুজরাট টাইটান্সে খেলতে দেখা যাবে ঝাড়খণ্ডের রবিন মিঞ্জকে। তাঁকে ৩.৬ কোটিতে নিয়েছে টাইটান্স। ‘ঝাড়খণ্ডের ক্রিস গেইল’ হিসেবে পরিচিত রবিন। তাঁকে নিতে ঝাঁপিয়েছিল চার ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। শেষ অবধি তাঁকে নেয় টাইটান্স।

রবিন মিঞ্জের উত্থানে বড় ভূমিকা রয়েছে মহেন্দ্র সিং ধোনির কোচ চঞ্চল ভট্টাচার্যরও। আর এখানেই রয়েছে এক অনন্য কাহিনি। ক্রিকেট ওয়েব সাইট ইএসপিএন ক্রিকইনফোকে রবিন মিঞ্জের মা বলেছেন, ‘আমাদের ছেলে এত বড় সাফল্য পাবে, কোনওদিন প্রত্য়াশাও করিনি। ওর সাফল্য়ে আমরা দারুণ খুশি। তবে একটা ঘটনা বলি। বেশ কয়েক বছর আগের কথা। রবিন তখন খুন্তিতে (ঝাড়খণ্ডের জেলা) খেলতে গিয়েছে। ভালো পারফর্ম করায় বাড়িতে অনেক সাংবাদিক এসেছিলেন। পরদিন কাগজে আমারও ছবি বেরিয়েছিল। ওর বাবাকে মজা করে বলেছিলাম, দেখো কাগজে আমার ছবি বেরিয়েছে, তোমার নয়।’

এর সঙ্গেই আরও একটি ঘটনা তুলে ধরেন রবিনের মা এলিস। ধোনির কোচের সেই ঘটনা নিয়ে বলেন, ‘চঞ্চল স্যার আমাদের বাড়িতে এসেছিলেন। আমার কোনও ধারনাই ছিল না উনি কে। প্রতিবেশিরা আমাকে ওনার সম্পর্কে জানায়। চঞ্চল স্যার তখনই বলেছিলেন-রবিনকে নিয়ে চিন্তা করবেন না, খুব তাড়াতাড়িই ওকে টিভিতেও দেখাবে।’ রবিনকে পরবর্তী ধোনি হিসেবে দেখছেন মহেন্দ্র সিং ধোনির কোচ চঞ্চল ভট্টাচার্য। রবিনের আক্রমণাত্মক ব্যাটিং দেখেই এমনটা মনে করেন ধোনির কোচ।