IPL 2021: কেকেআরের বিরুদ্ধে জয়ে ফেরার স্ট্র্যাটেজি সাজাচ্ছেন রোহিতরা

sushovan mukherjee |

Apr 13, 2021 | 3:29 PM

চোটের জন্য গত আইপিএলে শেষ দিকে কিছু ম্যাচ খেলতে পারেননি রোহিত। অস্ট্রেলিয়া সফরের শুরুর দিকেও যে কারণে পাওয়া যায়নি তাঁকে। রোহিত বলছেন, 'গত তিন-চার মাস ধরে আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। গত আইপিএলে চোটের কারণে আমি খেলতে পারিনি। শরীরের নীচের অংশের জন্য আমাকে অনেক বেশি খাটতে হয়েছে।'

IPL 2021: কেকেআরের বিরুদ্ধে জয়ে ফেরার স্ট্র্যাটেজি সাজাচ্ছেন রোহিতরা
ছবি-আইপিএল

Follow Us

চেন্নাই: নিজেকে চোট আঘাত মুক্ত রাখার জন্য আরও বেশি ফিটনেসে জোর দিতে হবে রোহিত শর্মাকে। আইপিএলে ২০১ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। মুম্বইয়ের ক্যাপ্টেনের স্বপ্ন, কুড়ি-বিশের এই টুর্নামেন্ট থেকে যখন বিদায় নেবেন, তখন তাঁর নামের পাশে ৪০০-রও বেশি ম্যাচ লেখা থাকবে। তবে, এখন আপাতত নিজেকে নিয়ে ভাবছেন না। বরং, প্রথম ম্যাচে বিরাট কোহলির আরসিবির কাছে হেরে চাপে পড়ে গিয়েছে মুম্বই। পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা আজ সন্ধেয় নামবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে, জয়ের খোঁজে। তার আগে ‘ক্যাপ্টেন্স কর্নার’এ অনেক কথাই তুলে ধরছেন রোহিত।

চোটের জন্য় গত আইপিএলে শেষ দিকে কিছু ম্যাচ খেলতে পারেননি রোহিত। অস্ট্রেলিয়া সফরের শুরুর দিকেও যে কারণে পাওয়া যায়নি তাঁকে। রোহিত বলছেন, ‘গত তিন-চার মাস ধরে আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। গত আইপিএলে চোটের কারণে আমি খেলতে পারিনি। শরীরের নীচের অংশের জন্য আমাকে অনেক বেশি খাটতে হয়েছে।’

আরসিবির কাছে প্রথম ম্যাচে হারের পরও ফিটনেস নিয়ে কাজ বন্ধ হয়নি। শুধু রোহিত নন, পুরো টিমই এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। রোহিতের কথায়, ‘ম্যাচ জিতি কিংবা হারি, এই ব্যাপারটা নিয়ে আমরা সব সময় সিরিয়াস। আসলে একটাই ব্যাপারে আমরা ফোকাস রাখার চেষ্টা করি, পরের ম্যাচের জন্য যেন তৈরি থাকতে পারি। কারণ, আমরা সবাই খুব ভালো করে জানি, এই পরিশ্রমটা করলে তবেই ম্যাচ জিততে পারব।’

মাঠের ফলাফল যাই হোক না কেন, টিম হিসেবেই নিজেদের মেলে ধরার চেষ্টা করে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের কথায়, ‘ম্যাচ হোক আর ট্রেনিং, ফিটনেস সেশন কিংবা অন্য কিছু, পুরো টিমই এক সঙ্গে থাকতে ভালোবাসে। যে কারণে টিম মিটিংয়ে আমরা সবাই এক সঙ্গে বসি। প্রতি বছর নতুন মুখরা আসে টিমে। কিন্তু টিমের সংস্কৃতির সঙ্গে তারা দ্রুত মানিয়ে নিতে পারে। একাত্মবোধটাই কিন্তু আসল। এটা থাকলে তবেই সাফল্য আসে।’

আরও পড়ুন:IPL 2021: সেঞ্চুরি সত্ত্বেও ছয় মারতে না পারার আক্ষেপ যাচ্ছে না সঞ্জুর

কোনও ম্যাচের আগের দিন কী ভাবে কাটে মুম্বইয়ের প্লেয়ারদের? ‘এই আইপিএলে হোম অ্যাডভান্টেজ বলে কিছু নেই। আমরা নানা ভেনুতে খেলব। নানা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে দ্রুত। সেই কারণেই চমত্‍কার গেমপ্ল্যান থাকা দরকার। আমরা সবাই সবাইকে চিনি। জানি, প্রত্যেকের কাছে টিম কী চাইছে। ট্রেনিং সেশনে আলাদা আলাদা করে সবার সঙ্গে কথা বলতে হয়। আসলে মুম্বই আইপিএলে একটা মান ঠিক করে ফেলেছে। সেটা ধরে রাখতে হয় আমাদের। যে কারণে সামনের ম্যাচগুলো নিজেদের তৈরি রাখতে হবে। যাতে সেরাটা দিতে পারি।’

Next Article