Rohit Sharma: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন? পরিষ্কার জবাব রোহিত শর্মার

ROHIT ON T20 WORLD CUP 2024: গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দেশের হয়ে এই ফর্ম্যাটে খেলেননি রোহিত শর্মা। প্রশ্ন থাকাই স্বাভাবিক। ওয়ান ডে বিশ্বকাপের পরই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছিলেন বোর্ড কর্তারা। উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মাও। সূত্রের খবর, সেখানেই বোর্ড কর্তাদের কাছে রোহিত জানতে চেয়েছিলেন, তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় রাখা হচ্ছে কিনা। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শুরুর কথা ছিল রোহিতের।

Rohit Sharma: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন? পরিষ্কার জবাব রোহিত শর্মার
Image Credit source: PTI

Dec 25, 2023 | 5:26 PM

কলকাতা: ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকেই জল্পনা চলছে। টানা দশ ম্যাচ জিতে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। যদিও ট্রফি আসেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, রোহিত শর্মা কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন? ভারতকে বিশ্বকাপে নেতৃত্ব কে দেবেন? সঙ্গে আরও নানা প্রশ্ন এবং সংশয়। বক্সিং ডে টেস্ট শুরুর আগে আরও একবার এই প্রশ্নের সামনে ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আর দেশের হয়ে এই ফর্ম্যাটে খেলেননি রোহিত শর্মা। প্রশ্ন থাকাই স্বাভাবিক। ওয়ান ডে বিশ্বকাপের পরই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছিলেন বোর্ড কর্তারা। উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মাও। সূত্রের খবর, সেখানেই বোর্ড কর্তাদের কাছে রোহিত জানতে চেয়েছিলেন, তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় রাখা হচ্ছে কিনা। দক্ষিণ আফ্রিকা সফর থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শুরুর কথা ছিল রোহিতের। যদিও বোর্ডের তরফে জানানো হয়েছিল, বিরাট-রোহিত দু’জনই দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম চেয়েছিলেন। বোর্ড সেই অনুরোধ মেনেও নেয়।

দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের প্রস্তুতির সুযোগ বলতে, ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি প্রস্তুতি সারতে হবে আইপিএলেই। রোহিতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করায় বলেন, ‘আমি ক্রিকেট খেলতে চাই। টুর্নামেন্ট, ফর্ম্যাট যাই হোক না কেন।’

সূত্রের খবর, টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ওপরই ভরসা রাখা হচ্ছে। তিনিই নেতৃত্ব দেবেন। এখনও অবধি এই পরিস্থিতি থাকলেও, বদলানোর জায়গাও রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা ক্ষীণ রোহিতের। কারণ, এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজও রয়েছে। আইপিএলে রোহিত কেমন খেলেন, তার ওপরও যেন অনেক কিছু নির্ভর করবে।