AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: ‘আমিই একমাত্র বাঁ হাতি নই…’ অশ্বিন আতঙ্কে ভুগছে ইংল্যান্ড ব্যাটাররা!

Ravichandran Ashwin, England: ভারতের মাটিতে টেস্ট মানেই নজর থাকে স্পিন আক্রমণের দিকে। রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন তো রয়েইছেন। সঙ্গে আর এক বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেলও টেস্ট স্কোয়াডে রয়েছেন। দীর্ঘ সময় পর টেস্টে ফিরেছেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। এর আগে যে বার ভারতে টেস্ট খেলতে এসেছিল ইংল্যান্ড, সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিলেন অক্ষর প্যাটেল। ভারতের স্পিন এবং বিশেষ করে অশ্বিনকে নিয়ে প্রবল আতঙ্কে ইংল্যান্ড শিবির।

IND vs ENG: 'আমিই একমাত্র বাঁ হাতি নই...' অশ্বিন আতঙ্কে ভুগছে ইংল্যান্ড ব্যাটাররা!
Image Credit: X
| Updated on: Jan 15, 2024 | 6:02 PM
Share

কলকাতা: বাঁ হাতি ব্যাটার এবং রবিচন্দ্রন অশ্বিন আতঙ্ক। এ নতুন নয়। ইংল্যান্ড ব্যাটাররাও অশ্বিন আতঙ্কে ভুগছেন। ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। অনেক আগেই স্কোয়াড ঘোষণা করেছে তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রথম দুই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। স্কোয়াডে রয়েছেন চারজন স্পিনার। স্বাভাবিক ভাবেই প্রত্যাশা করা হচ্ছে, স্পিন সহায়ক পিচই বানানো হবে এই সিরিজের জন্য। আর তাতে রবিচন্দ্রন অশ্বিন যে আরও ভয়ঙ্কর হয়ে উঠবেন, এতে কোনও সন্দেহ নেই। টেস্ট সিরিজ শুরু ২৫ জানুয়ারি। তার আগে শিবিরে অশ্বিন আতঙ্কের সুর ইংল্যান্ড ব্যাটারের মুখে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অশ্বিনের বিরুদ্ধে পারফরম্যান্স খুবই হতাশাজনক ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটার বেন ডাকেটের। অশ্বিনের বিরুদ্ধে তিন ইনিংসে মাত্র ১৫ রান করেছেন। ২৫ জানুয়ারি হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট। বিশ্ব মানের স্পিনার অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটার বেন ডাকেট বলছেন, ‘আমিই একমাত্র বাঁ হাতি ব্যাটার নই যে অশ্বিনের বিরুদ্ধে সমস্যায় পড়েছে। যে কোনও পিচেই অশ্বিন ভয়ঙ্কর বোলার। আমি জানি, সামনের সিরিজেও হয়তো ও আমাকে আউট করবে। নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রাখছি। পাটা পিচ হোক বা স্পিন সহায়ক, অশ্বিন আক্রমণে এলেই আগ্রাসী হয়ে উঠব বা সুইপ খেলতে শুরু করব, তা নয়।’

ভারতের মাটিতে টেস্ট মানেই নজর থাকে স্পিন আক্রমণের দিকে। রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিন তো রয়েইছেন। সঙ্গে আর এক বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেলও টেস্ট স্কোয়াডে রয়েছেন। দীর্ঘ সময় পর টেস্টে ফিরেছেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। এর আগে যে বার ভারতে টেস্ট খেলতে এসেছিল ইংল্যান্ড, সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিলেন অক্ষর প্যাটেল। ভারতের স্পিন এবং বিশেষ করে অশ্বিনকে নিয়ে প্রবল আতঙ্কে ইংল্যান্ড শিবির।

ইংল্যান্ডের বাঁ হাতি ব্যাটার বেন ডাকেট আরও বলছেন, ‘ভারতের স্পিন বোলিং আক্রমণ কতটা ভালো তা নিয়ে সকলেই বলে। তবে ভারতের পেস আক্রমণকে সামলানো কিন্তু টপ অর্ডারের বড় চ্যালেঞ্জ।’ ভারত সফরের জন্য আবু ধাবি প্রস্তুতি শিবির করছে ইংল্যান্ড।