IND vs AFG: ভারত সফরের দল ঘোষণা আফগানদের, ‘ঠ্যালায়’ পড়ে জাতীয় দলে স্পিনার

Jan 06, 2024 | 8:06 PM

India vs Afghanistan T20I Series: ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে জাতীয় দলে খেলছিলেন না মুজিব উর রহমান, নবীন উল হকরা। আফগান বোর্ড তাঁদের পরিষ্কার করে দেয়, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। বিগ ব্যাশে খেলছিলেন স্পিনার মুজিব উর রহমান। বোর্ডের ছাড়পত্র না মেলায় বিগ ব্যাশ থেকে মাঝপথেই ফিরতে হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনে মুজিবকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

IND vs AFG: ভারত সফরের দল ঘোষণা আফগানদের, ঠ্যালায় পড়ে জাতীয় দলে স্পিনার
Image Credit source: X

Follow Us

ভারত সফরের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১১ জানুয়ারি। ভারতের বিরুদ্ধে এই সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন ইব্রাহিম জাদরান। গত নভেম্বর-ডিসেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ান ডে বিশ্বকাপে চোখ ধাঁধানো পারফর্ম করেছিলেন। প্রথম আফগান ব্যাটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন। এ বার ভারতের মাটিতে কঠিন সিরিজে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন ইব্রাহিম। তেমনই জাতীয় দলে ফিরেছেন রশিদ খান। বোর্ডের কোপে পড়া মুজিব উর রহমানও রয়েছেন স্কোয়াডে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিতে জাতীয় দলে খেলছিলেন না মুজিব উর রহমান, নবীন উল হকরা। আফগান বোর্ড তাঁদের পরিষ্কার করে দেয়, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হবে না। বিগ ব্যাশে খেলছিলেন মুজিব উর রহমান। বোর্ডের ছাড়পত্র না মেলায় মাঝপথেই ফিরতে হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি অকশনে মুজিবকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আফগান বোর্ডের সঙ্গে মুজিবের সমস্যায় চাপে রয়েছে কেকেআরও। আদৌ মুজিবকে পাওয়া যাবে কিনা নিশ্চিত নয়। তবে ভারতের বিরুদ্ধে সিরিজে খেললে এবং ভালো পারফর্ম করলে বোর্ডের সঙ্গে ঝামেলায় বরফ গলতে পারে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মোহালিতে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে। আফগানিস্তানের গত সিরিজে ছিলেন না অভিজ্ঞ স্পিনার রশিদ খান। ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ফিরছেন রশিদ। এ ছাড়াও বাড়তি নজর থাকবে পেস বোলিং অলরাউন্ডার আজমতুল্লা ওমরজাইয়ের দিকে। আইপিএলের মিনি অকশনে তাঁকে নিয়েছে গুজরাট টাইটান্স। হার্দিকের ‘বিকল্প’ হিসেবে নিজেকে কতটা মেলে ধরতে পারবেন, তার পরীক্ষা ভারতের বিরুদ্ধে সিরিজেই। আফগান স্কোয়াডে রয়েছেন মহম্মদ নবির মতো অভিজ্ঞ স্পিন বোলিং অলরাউন্ডারও।

Next Article