India vs South Africa: বিশ্বকাপ সেমিফাইনালে আজ ভারতের সামনে আয়োজক দেশ
ICC Under-19 World Cup: যুব বিশ্বকাপে ভারতীয় দলে একটা দারুণ বিষয় লক্ষ্য করা গিয়েছে এখনও অবধি। ভারতীয় দল কোনও এক দু-জন প্লেয়ারের উপর নির্ভরশীল নয়। ব্যাটিংয়ের ক্ষেত্রেই ধরা যাক। কোনও ম্যাচে আদর্শ সিং, অধিনায়ক উদয় সাহারণ নজর কাড়ছেন। ইতিমধ্যেই টুর্নামেন্টে দুটি সেঞ্চুরির ইনিংস খেলেছেন মুশির খান। তেমনই সেঞ্চুরি রয়েছে উদয়, আর্শিন কুলকার্নি, সচিন দাসেরও সেঞ্চুরি রয়েছে। তেমনই ছোট ছোট ইনিংসে সহযোগিতা করেছেন বাকিরাও।

বেনোনি: এতটা পথ পেরিয়ে এ বার সেমিফাইনালের লড়াই। জিততে পারলেই ফাইনাল। সব মিলিয়ে দুটো ধাপ পেরোতে পারলে ফের ট্রফি। যুব বিশ্বকাপে সফলতম দল ভারত। সব মিলিয়ে পাঁচ বার জিতেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। এ বারও অনবদ্য ছন্দে। গ্রুপ পর্বে সব ম্যাচেই জিতেছে উদয় সাহারণের নেতৃত্বাধীন ভারতীয় দল। সুপার সিক্সেও জয়ের ধারা বজায় রেখেছে। সব ম্যাচ জিতেই সেমিফাইনাল। তবে এখানে ভুল মানেই স্বপ্ন শেষ। আজ যুব বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের সামনে আয়োজক দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
যুব বিশ্বকাপে ভারতীয় দলে একটা দারুণ বিষয় লক্ষ্য করা গিয়েছে এখনও অবধি। ভারতীয় দল কোনও এক দু-জন প্লেয়ারের উপর নির্ভরশীল নয়। ব্যাটিংয়ের ক্ষেত্রেই ধরা যাক। কোনও ম্যাচে আদর্শ সিং, অধিনায়ক উদয় সাহারণ নজর কাড়ছেন। ইতিমধ্যেই টুর্নামেন্টে দুটি সেঞ্চুরির ইনিংস খেলেছেন মুশির খান। তেমনই সেঞ্চুরি রয়েছে উদয়, আর্শিন কুলকার্নি, সচিন দাসেরও সেঞ্চুরি রয়েছে। তেমনই ছোট ছোট ইনিংসে সহযোগিতা করেছেন বাকিরাও।
একই কথা প্রযোজ্য বোলিংয়ের ক্ষেত্রেও। ধারাবাহিক ভালো পারফর্ম করছেন জুনিয়র জাডেজা হিসেবে ক্রমশ নিজেকে মেলে ধরা সৌম্য পান্ডে। তবে তাঁর একার উপর নির্ভরশীল নয় বোলিং আক্রমণ। রাজ লিম্বানি, নমন তিওয়ারি, অলরাউন্ডার মুশির খানও বল হাতে নজর কাড়ছেন। তবে গ্রুপ কিংবা সুপার সিক্স পর্বে কী হয়েছে, এখন সেটা ভাবার পরিস্থিতি নেই। আত্মতুষ্টি আটকানোই চ্যালেঞ্জ ভারতীয় শিবিরে। দক্ষিণ আফ্রিকা যেমন আয়োজক, টুর্নামেন্টের অন্যতম ধারাবাহিক দলও। আলাদা করে বলতে হয় তাদের বাঁ হাতি পেসার কোয়েনা এমপাখার কথা। ভারতীয় ব্যাটারদের পরীক্ষার সামনে ফেলতে পারেন এই বাঁ হাতি পেসার।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, দুপুর ১.৩০, স্টার স্পোর্টসে সম্প্রচার, ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং
