ব্লুমফন্টেন: বিশ্বকাপ অভিযানে প্রথম ম্যাচে জোড়া লক্ষ্য পূরণ হয়েছে ভারতের। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে দুরন্ত ফর্মে ছিল ভারতীয় দল। কিন্তু সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়। বিশ্বকাপে প্রথম ম্যাচে সেই বাংলাদেশের বিরুদ্ধেই খেলতে হয়েছে। শেষ অবধি বড় ব্যবধানে জিতেছিল ভারত। পারফরম্যান্সের ক্ষেত্রে বিশেষ করে বলতে হয় দুই বাঁ হাতি স্পিনার সৌম্য পান্ডে এবং মুশির খানের কথা। বাংলাদেশকে হারালেও একঝাঁক প্রশ্ন রয়েছে ভারতীয় শিবিরে। আজ দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে আয়ার্ল্যান্ড। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাংলাদেশকে বড় ব্যবধানে হারালেও ভারতের ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী হয়নি। বোলিং-ফিল্ডিং দুর্দান্ত না হলে এবং বাংলাদেশ স্নায়ুর চাপে না ভুগলে ম্যাচ যে কোনও দিকেই যেতে পারত। ওপেনার আদর্শ সিং একদিক আগলান। উল্টো দিক থেকে আর্শিন কুলকার্নির উইকেট শুরুতেই পড়ে। ভারতের যুব দলে থ্রি-ডি ক্রিকেটার মুশির খান। তিন নম্বরে ব্যাট করেন, বোলিং-ফিল্ডিংয়েও দুর্দান্ত। প্রথম ম্যাচে ব্যাটিংয়ে অবদান রাখতে পারেননি। আদর্শ সিংয়ের সঙ্গে অধিনায়ক উদয় সাহারণের সেঞ্চুরি পার্টনারশিপ ভারতের ইনিংসে ভরসা দেয়।
লোয়ার অর্ডারে ভারতকে কিছুটা ভরসা দিয়েছিলেন সচিন দাস, কিপার ব্যাটার আরাবল্লী অবনিশরা। ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকলে পরের দিকে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। তেমনই নতুন বলে পার্টনারশিপের ক্ষেত্রেও বলতে হবে। ডান হাতি পেসারের নতুন বল পার্টনার বাঁ হাতি পেসার নমন তিওয়ারি। স্নায়ুর চাপে ভুগছিলেন নমন। প্রথম ওভারেই চারটে ওয়াইড দেন। এর মধ্যে একটি বাই চারও হয়। শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে যা দলের জন্য অস্বস্তি তৈরি করতে পারে। সব পিচেই স্পিনাররা সাফল্য পাবেন, এমনটা নাই হতে পারে। আজকের ম্যাচে ভারতের সামনে যেন সেই ভুলগুলিই শুধরে নেওয়ার চ্যালেঞ্জ।
ভারত প্রথম ম্যাচ জিতেছে। অন্যদিকে, আয়ার্ল্যান্ড দুটি ম্যাচ খেলে একটিতে জয়। গ্রুপের যা পরিস্থিতি, আয়ার্ল্যান্ডকে হারাতে পারলে ভারতের সুপার সিক্স কার্যত নিশ্চিত। সেই লক্ষ্যেই নামবে উদয় সাহারণের টিম।
ভারত বনাম আয়ার্ল্যান্ড, দুপুর ১.৩০ থেকে, স্টার স্পোর্টসে সম্প্রচার, ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং