India vs Nepal: ১০ নম্বর জার্সির সচিনের সেঞ্চুরি, বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
ICC Under-19 World Cup: গত বছরের শেষে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেও অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন সচিন। ভারত সেই ম্যাচে হারলেও ৪২ বলে ৫৮ রান করেছিলেন। এ বার তাঁর সেঞ্চুরিতে ভারত জিতল। গ্রুপ পর্বে সব ম্যাচেই জিতেছে ভারত। সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিশাল ব্য়বধানে জয়। টানা পাঁচ ম্যাচে জিতল ভারত। নেপালের বিরুদ্ধে পরীক্ষায় নজর ছিল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক উদয় সাহারণ। ব্যাটিং অর্ডারে বেশ কিছু অদল বদল করেন।
ব্লুমফন্টেন: প্রথম বিশ্বকাপ, প্রথম সেঞ্চুরি। সেই ১০ নম্বর জার্সি। নামও সচিন। তবে তেন্ডুলকর নন, দাস। এই সচিন ওপেন করেন না। লোয়ার অর্ডারে ক্যামিও ইনিংসই খেলতে দেখা গিয়েছে কত কয়েক ম্যাচে। সুপার সিক্স পর্বে নেপালের বিরুদ্ধে পাঁচে নামানো হয় সচিনকে। ক্যাপ্টেনের সঙ্গে বিশাল জুটি গড়লেন। সেঞ্চুরিও করলেন সচিন। দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয়ের ধারা বজায় রাখল ভারত। নেপালকে ১৩২ রানে হারাল উদয় সাহারণের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেমিফাইনাল নিশ্চিত ভারতের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
গত বছরের শেষে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেও অনবদ্য একটা ইনিংস খেলেছিলেন সচিন। ভারত সেই ম্যাচে হারলেও ৪২ বলে ৫৮ রান করেছিলেন। এ বার তাঁর সেঞ্চুরিতে ভারত জিতল। গ্রুপ পর্বে সব ম্যাচেই জিতেছে ভারত। সুপার সিক্স পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও বিশাল ব্য়বধানে জয়। টানা পাঁচ ম্যাচে জিতল ভারত। নেপালের বিরুদ্ধে পরীক্ষায় নজর ছিল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক উদয় সাহারণ। ব্যাটিং অর্ডারে বেশ কিছু অদল বদল করেন।
নেপালের বিরুদ্ধে ওপেনিং জুটি অবশ্য ভাঙা হয়নি। আদর্শ-আর্শিনের জুটিতে উঠল ২৬। দুই ওপেনার বড় স্কোর গড়তে পারেননি। তিনে মুশিরের পরিবর্তে নামানো হয় প্রিয়াংশু মোলিয়াকে। ৬২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছিল ভারত। এরপরই ক্যাপ্টেন উদয় সাহারণের সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন সচিন দাস। জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৭ রান করে ভারত। উদয় ১০০ এবং সচিন ১১৬ রান করেন।
নেপালের পক্ষে এই রান তাড়া করা কঠিন, এ নিয়ে কোনও সন্দেহ ছিল না। তবে চমকে দিয়েছে নেপাল। পুরো ৫০ ওভার ব্যাট করেছে তারা। বাঁ হাতি স্পিনার সৌম্য পান্ডে এ দিনও বল হাতে নজর কাড়েন। ২৯ রান দিয়ে ৪ উইকেট তাঁর ঝুলিতে। ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৫ স্কোরে থামে নেপাল।